Interesting Facts: ৯৯% মানুষই দিচ্ছেন ভুল উত্তর...! সকলেরই PIN নম্বর থাকে! কিন্তু মাত্র ৬টা সংখ্যা কেন থাকে বলুন তো?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
General Knowledge: PIN কোড-এর পুরো কথাটি হল পোস্টাল ইনডেক্স নম্বর। ভারতে এই কোডের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৭২ সালের ১৫ অগাস্ট তৎকালীন যোগাযোগ মন্ত্রকের সিনিয়র অফিসার শ্রীরাম ভিকাজি পিন কোড বিষয়টি তৈরি করেছিলেন।
advertisement
advertisement
PIN কোড-এর পুরো কথাটি হল পোস্টাল ইনডেক্স নম্বর। ভারতে এই কোডের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৭২ সালের ১৫ অগাস্ট তৎকালীন যোগাযোগ মন্ত্রকের সিনিয়র অফিসার শ্রীরাম ভিকাজি পিন কোড বিষয়টি তৈরি করেছিলেন। তারপর থেকে চিঠি পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই পিন কোড। বর্তমানে অনলাইন ডেলিভারির ক্ষেত্রেও পিন কোডের গুরুত্ব রয়েছে।
advertisement
advertisement
প্রথম সংখ্যাটি এলাকা বা জোন বোঝায়, দ্বিতীয় সংখ্যাটি সাব-জোন বোঝায় আর তৃতীয় সংখ্যাটি জেলার একটি অংশ বোঝায়। বাকি তিনটি সংখ্যা দিয়ে নির্দিষ্ট পোস্ট অফিস চিহ্নিত করা যায়। যেমন দিল্লির একটি এলাকার পিন কোড ১১০০০১। এ ক্ষেত্রে ১ হল দিল্লির নর্দার্ন জোন, ১০ হল সাব জোন আর ০০১ বোঝায় কন্নট প্লেস পোস্ট অফিসকে।
advertisement






