Siliguri News: মহাকাল মন্দিরের মাটির সঙ্গে যার জীবনের আত্মিক বন্ধন! কে এই ৮৭ বছরের লীলা দেবী জানেন?
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Siliguri News: মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় যিনি শুধু খুশি নন, বরং নিজের জীবনের হারানো অধ্যায়ের সঙ্গে যেন নতুন করে অর্থ খুঁজে পাচ্ছেন।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির। সেই ঐতিহাসিক মুহূর্তের আগেই শিলিগুড়িতে এক বৃদ্ধার চোখে-মুখে ফুটে উঠছে অন্য এক ইতিহাসের আবেগ। বয়স ৮৭, নাম লীলা দত্ত। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় যিনি শুধু খুশি নন, বরং নিজের জীবনের হারানো অধ্যায়ের সঙ্গে যেন নতুন করে অর্থ খুঁজে পাচ্ছেন।
advertisement
যে জমিতে আজ মহাকাল মন্দির গড়ে ওঠার প্রস্তুতি, সেই চাঁদমণি চা বাগানের সঙ্গে লীলা দত্তের সম্পর্ক শুধুই স্মৃতির নয়, দায়িত্বেরও। একসময় এই চা বাগানের বোর্ড অফ ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর স্বামী স্বর্গীয় বিনয় কুমার দত্ত ছিলেন চাঁদমণি চা বাগানের চেয়ারম্যান। প্রায় ২৫ বছর ধরে এই বাগানই ছিল তাঁদের জীবন, সংগ্রাম আর স্বপ্নের কেন্দ্র।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
কিন্তু সময় সব সময় সহায় হয় না। বামফ্রন্ট আমলে রাজনৈতিক টানাপোড়েনে, বিতর্কিত জমি অধিগ্রহণে ধীরে ধীরে সব হারাতে হয় দত্ত পরিবারকে। চা বাগান বাঁচানোর লড়াইয়ে গুলি চলেছিল, প্রাণ হারিয়েছিলেন শ্রমিকরা। সেই সময় বাগানের চেয়ারম্যান ছিলেন লীলা দত্তের পুত্র বেদব্রত দত্ত। শেষ পর্যন্ত লড়াইয়ে হার মানতে হয়েছিল তাঁদের। যে জমিতে শ্রমিকদের বসতি গড়ার কথা ছিল, সেখানে পরে উঠেছে একের পর এক বহুতল—কোটি কোটি টাকার বাজারদর, অথচ প্রতিশ্রুতি রইল অপূর্ণ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
সময়ের স্রোতে রাজনীতির রং বদলেছে, বদলেছে চাঁদমণির চেহারাও। ঠিক এই সময়েই উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রীর ঘোষণা—শিলিগুড়িতে গড়ে উঠবে দেশের সবচেয়ে বড় মহাকাল মন্দির। শিবরাত্রিতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে যে চাঁদমণিতে, মহাদেবের সেই পবিত্র ভূমিতে মহাকালের আবির্ভাবের খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন লীলা দত্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
কাঁপা হাতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন তিনি। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর শুভ দিনে, ১২ জানুয়ারি সেই চিঠি পাঠিয়েও দেন। আজ তাঁর একটাই ইচ্ছে—স্বামীর স্মৃতি জড়ানো চাঁদমণি চা বাগানের মাটিতে মহাকাল মন্দির উদ্বোধনের পর, ছেলের হাত ধরে একবার দেবাদিদেব মহাদেবকে প্রণাম করা। সময় বদলেছে, ইতিহাসের বিচার হয়েছে—লীলা দত্তের জীবনে সেই বিচার আজ এসে দাঁড়িয়েছে মহাকালের নামেই।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য









