Kidney Stone: বিয়ার খেলে কিডনির স্টোন গলে বেরিয়ে যায়? ভাইরাল ঘরোয়া টোটকা নিয়ে যা বললেন ইউরোলজিস্ট
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কিডনি স্টোনের যন্ত্রণা কতটা তীব্র হতে পারে, তা যাঁরা সয়েছেন, তাঁরাই জানেন। এ যন্ত্রণা হঠাৎ শুরু হয়। কিন্তু যখন শুরু হয়, তখন সহ্যশক্তির সীমা ছাড়িয়ে যায়
advertisement
advertisement
অনেকে আবার আরও এক ধাপ এগিয়ে, ওষুধ না খেয়ে বা অস্ত্রোপচার না করে ভাবেন, বিয়ার খেলেই বুঝি বা কিডনির পাথর বেরিয়ে যাবে! কিন্তু এই ধারণা উলটে আরও বড় বিপদ ডেকে আনে। বিয়ারে অক্সালেট থাকে, যা কিডনিতে পাথর তৈরিতে সহায়ক। দীর্ঘদিন বিয়ার খেলে শরীরে জলের অভাব দেখা দিতে পারে, ফলে নতুন পাথর তৈরির ঝুঁকি বাড়ে এবং কিডনিতে চাপ সৃষ্টি হয়।
advertisement
আরও একটি ভুল ধারণা হল, অনেকেই ভাবেন, বেশি পরিমাণে বিয়ার খেলে কিডনির পাথর দ্রুত বেরিয়ে যাবে। বাস্তবে হঠাৎ করে অতিরিক্ত প্রস্রাব হওয়া মানেই পাথর বেরিয়ে যাবে—এর কোনও নিশ্চয়তা নেই। ইউরেটার যদি আটকে যায়, তা হলে ব্যথা আরও তীব্র হতে পারে। বর্তমানে চিকিৎসকেরা এমন ওষুধ দেন, যা ইউরেটারকে শিথিল করে নিরাপদে পাথর বার হতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement









