রাতে 3A তে উঠলেন যাত্রী, বিছানা করতে গিয়ে বালিশ খুঁজতেই যা দেখলেন...! মুহূর্তে ছোটাছুটি শুরু করিডোরে! পরক্ষণেই ঘাম ছুটল RAC প্যাসেঞ্জারের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ট্রেনে যাত্রার সময় নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রীদের। কখনও তাঁরা যেমন আরএসি সহযাত্রীর মধ্যেই খুঁজে পেয়ে যান মনের মানুষ, ঠিক তেমনই আবার তুলকালাম ঝগড়া বেঁধে যায় সামান্য সিট বা রিজার্ভেশন নিয়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রেডিটে ওই তরুণ পুরো ঘটনাটি পোস্ট করে লিখেছেন যে, ‘‘রেল কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীকে সুবিধা তাঁর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটাই সুবিধা দিয়েছে। কোনও যাত্রীকে কম, আবার কোনও যাত্রীকে বেশি সুবিধা দেয়নি। তাই যাঁর যতটুকু বরাদ্দ, ততটুকুই বোধহয় গ্রহণ করা উচিত। নিজের আরামের জন্য অন্যের অসুবিধা করা মোটেই কাম্য নয়।’’
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় মানুষের মধ্যে। পোস্টের মন্তব্য বিভাগে একই রকম অভিজ্ঞতা শেয়ার করে আরেক ব্যবহারকারী লেখেন "গত শীতে আমি 3AC তে ভ্রমণ করছিলাম, এবং সেই সময় কেউ একজন দুই থেকে তিনটি কম্বল নিয়ে গিয়েছিল। আমাদের কেবল সাদা চাদর গায়ে দিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমাতে হয়েছিল"।
advertisement
advertisement
advertisement
