রাতে 3A তে উঠলেন যাত্রী, বিছানা করতে গিয়ে বালিশ খুঁজতেই যা দেখলেন...! মুহূর্তে ছোটাছুটি শুরু করিডোরে! পরক্ষণেই ঘাম ছুটল RAC প্যাসেঞ্জারের!

Last Updated:
Indian Railways: ট্রেনে যাত্রার সময় নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রীদের। কখনও তাঁরা যেমন আরএসি সহযাত্রীর মধ্যেই খুঁজে পেয়ে যান মনের মানুষ, ঠিক তেমনই আবার তুলকালাম ঝগড়া বেঁধে যায় সামান্য সিট বা রিজার্ভেশন নিয়ে।
1/14
ট্রেনে যাত্রার সময় নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রীদের। কখনও তাঁরা যেমন আরএসি সহযাত্রীর মধ্যেই খুঁজে পেয়ে যান মনের মানুষ, ঠিক তেমনই আবার তুলকালাম ঝগড়া বেঁধে যায় সামান্য সিট বা রিজার্ভেশন নিয়ে।
ট্রেনে যাত্রার সময় নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রীদের। কখনও তাঁরা যেমন আরএসি সহযাত্রীর মধ্যেই খুঁজে পেয়ে যান মনের মানুষ, ঠিক তেমনই আবার তুলকালাম ঝগড়া বেঁধে যায় সামান্য সিট বা রিজার্ভেশন নিয়ে।
advertisement
2/14
তাই ট্রেন জার্নি নিঃসন্দেহে এক বর্ণময় যাত্রা হয়ে ওঠে। আসলে দূরপাল্লার ট্রেনগুলিতে কনফার্ম টিকিট হাতে ট্রেনের কামরায় ওঠার সঙ্গে সঙ্গেই যেন লম্বা সময়ের জন্য এক অন্য বাড়ির বাসিন্দা হয়ে যাই আমরা।
তাই ট্রেন জার্নি নিঃসন্দেহে এক বর্ণময় যাত্রা হয়ে ওঠে। আসলে দূরপাল্লার ট্রেনগুলিতে কনফার্ম টিকিট হাতে ট্রেনের কামরায় ওঠার সঙ্গে সঙ্গেই যেন লম্বা সময়ের জন্য এক অন্য বাড়ির বাসিন্দা হয়ে যাই আমরা।
advertisement
3/14
কিন্তু এমনই ট্রেনের অভিজ্ঞতাই যদি বিভীষিকাময়, নিদ্রাহীন, উৎকণ্ঠায় ভরা এক রাত হয়? আপনিও নিশ্চই শুনেই চমকে উঠছেন! আসলে এমনই এক অভিজ্ঞতার কথা এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে শেয়ার করেছেন এক যাত্রী।
কিন্তু এমনই ট্রেনের অভিজ্ঞতাই যদি বিভীষিকাময়, নিদ্রাহীন, উৎকণ্ঠায় ভরা এক রাত হয়? আপনিও নিশ্চই শুনেই চমকে উঠছেন! আসলে এমনই এক অভিজ্ঞতার কথা এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে শেয়ার করেছেন এক যাত্রী।
advertisement
4/14
ট্রেনের এসি কামরায় ওঠার পরেই এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হন এই যুবক যে আজীবন তিনি ভুলতে পারবেন না এই কাণ্ড! ট্রেনের যাত্রায় তাঁর অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর ছিল যে নিজেই তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ঘটনা।
ট্রেনের এসি কামরায় ওঠার পরেই এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হন এই যুবক যে আজীবন তিনি ভুলতে পারবেন না এই কাণ্ড! ট্রেনের যাত্রায় তাঁর অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর ছিল যে নিজেই তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ঘটনা।
advertisement
5/14
এসি কামরায় টিকিট কাটা ছিল এই তরুণের। একটি অরিজিন স্টেশন থেকেই রাতে ট্রেনে ওঠেন ওই যুবক। যথারীতি ট্রেনে উঠে বার্থে গিয়ে মালপত্র রেখে চাদর পেতে শোবার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু তখনই অদ্ভুত জিনিস লক্ষ্য করেন ওই তরুণ।
এসি কামরায় টিকিট কাটা ছিল এই তরুণের। একটি অরিজিন স্টেশন থেকেই রাতে ট্রেনে ওঠেন ওই যুবক। যথারীতি ট্রেনে উঠে বার্থে গিয়ে মালপত্র রেখে চাদর পেতে শোবার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু তখনই অদ্ভুত জিনিস লক্ষ্য করেন ওই তরুণ।
advertisement
6/14
আশ্চর্য হয়ে যান দেখে যে, তাঁর বার্থে কোনও বালিশই রাখা নেই। কিন্তু নিয়মমাফিক তো ব্ল্যাঙ্কেট, তোয়ালে আর বালিশ দেওয়ার কথা রেল কর্মীদের। তবে এ কেমন করে সম্ভব? কেনই বা হবে এমন? উত্তর খুঁজতে মরিয়া হয়ে ওঠেন ওই যাত্রী।
আশ্চর্য হয়ে যান দেখে যে, তাঁর বার্থে কোনও বালিশই রাখা নেই। কিন্তু নিয়মমাফিক তো ব্ল্যাঙ্কেট, তোয়ালে আর বালিশ দেওয়ার কথা রেল কর্মীদের। তবে এ কেমন করে সম্ভব? কেনই বা হবে এমন? উত্তর খুঁজতে মরিয়া হয়ে ওঠেন ওই যাত্রী।
advertisement
7/14
রাত হয়ে গিয়েছে। এদিকে শোবার উপায় নেই। স্বভাবতই অস্থির হয়ে পড়েন ওই যাত্রী। শেষমেশ বালিশের খোঁজে কামরার করিডোরে দেখতে দেখতে ছোটাছুটি শুরু করেন এই যাত্রী। ডাক পাঠান ট্রেনের অ্যাটেনডেন্টকেও। তিনি অবশ্য জানিয়ে দেন কামরায় আর কোনও বালিশ অবশিষ্ট নেই।
রাত হয়ে গিয়েছে। এদিকে শোবার উপায় নেই। স্বভাবতই অস্থির হয়ে পড়েন ওই যাত্রী। শেষমেশ বালিশের খোঁজে কামরার করিডোরে দেখতে দেখতে ছোটাছুটি শুরু করেন এই যাত্রী। ডাক পাঠান ট্রেনের অ্যাটেনডেন্টকেও। তিনি অবশ্য জানিয়ে দেন কামরায় আর কোনও বালিশ অবশিষ্ট নেই।
advertisement
8/14
কিন্তু এরপরেই ঘটে আশ্চর্য কাণ্ড। বালিশটি খুঁজে বের করার জন্য কোচের মধ্য দিয়ে বার বার যেতে গিয়েই চোখে পরে যায় বড় কীর্তি। দেখা যায় দিব্যি এক যাত্রী দু-দুটি বালিশ নিয়ে আরও বালিশের খোঁজ করছেন। এ আবার কী?
কিন্তু এরপরেই ঘটে আশ্চর্য কাণ্ড। বালিশটি খুঁজে বের করার জন্য কোচের মধ্য দিয়ে বার বার যেতে গিয়েই চোখে পরে যায় বড় কীর্তি। দেখা যায় দিব্যি এক যাত্রী দু-দুটি বালিশ নিয়ে আরও বালিশের খোঁজ করছেন। এ আবার কী?
advertisement
9/14
জিজ্ঞেস করতেই জানা যায় আসল কারণ! বেরিয়ে আসে ওই যাত্রীর কনফার্ম টিকিট নেই। আরএসি। আর সেই যাত্রীই বালিশের পর বালিশ সংগ্রহ করে চলেছিলেন নিজেদের ঘুমের জন্য। আর আরএসি প্যাসেঞ্জারই তাঁর বালিশটিও দিব্যি নিজের আপন করে নিয়ে বসে আছেন।
জিজ্ঞেস করতেই জানা যায় আসল কারণ! বেরিয়ে আসে ওই যাত্রীর কনফার্ম টিকিট নেই। আরএসি। আর সেই যাত্রীই বালিশের পর বালিশ সংগ্রহ করে চলেছিলেন নিজেদের ঘুমের জন্য। আর আরএসি প্যাসেঞ্জারই তাঁর বালিশটিও দিব্যি নিজের আপন করে নিয়ে বসে আছেন।
advertisement
10/14
রেডিটে ওই তরুণ পুরো ঘটনাটি পোস্ট করে লিখেছেন যে, ‘‘রেল কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীকে সুবিধা তাঁর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটাই সুবিধা দিয়েছে। কোনও যাত্রীকে কম, আবার কোনও যাত্রীকে বেশি সুবিধা দেয়নি। তাই যাঁর যতটুকু বরাদ্দ, ততটুকুই বোধহয় গ্রহণ করা উচিত। নিজের আরামের জন্য অন্যের অসুবিধা করা মোটেই কাম্য নয়।’’
রেডিটে ওই তরুণ পুরো ঘটনাটি পোস্ট করে লিখেছেন যে, ‘‘রেল কর্তৃপক্ষ প্রত্যেক যাত্রীকে সুবিধা তাঁর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটাই সুবিধা দিয়েছে। কোনও যাত্রীকে কম, আবার কোনও যাত্রীকে বেশি সুবিধা দেয়নি। তাই যাঁর যতটুকু বরাদ্দ, ততটুকুই বোধহয় গ্রহণ করা উচিত। নিজের আরামের জন্য অন্যের অসুবিধা করা মোটেই কাম্য নয়।’’
advertisement
11/14
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় মানুষের মধ্যে। পোস্টের মন্তব্য বিভাগে একই রকম অভিজ্ঞতা শেয়ার করে আরেক ব্যবহারকারী লেখেন
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় মানুষের মধ্যে। পোস্টের মন্তব্য বিভাগে একই রকম অভিজ্ঞতা শেয়ার করে আরেক ব্যবহারকারী লেখেন "গত শীতে আমি 3AC তে ভ্রমণ করছিলাম, এবং সেই সময় কেউ একজন দুই থেকে তিনটি কম্বল নিয়ে গিয়েছিল। আমাদের কেবল সাদা চাদর গায়ে দিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমাতে হয়েছিল"।
advertisement
12/14
আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার যোগ করেন,
আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার যোগ করেন, "আমরা ট্রেনে রাতে উঠেছিলাম, তাই কার কাছে একাধিক কম্বল আছে তা জানার কোনও উপায় ছিল না। অনেকেই কেবল নিজের কথা ভাবে, এবং কেউ অন্যদের কথা ভাবে না।"
advertisement
13/14
তবে, কেউ কেউ RAC যাত্রীর পক্ষে যুক্তি দেখিয়েছেন।
তবে, কেউ কেউ RAC যাত্রীর পক্ষে যুক্তি দেখিয়েছেন। "এটা আসলে রেলের দোষ। এসি টিকিটের দামের মধ্যে বিছানাপত্র অন্তর্ভুক্ত থাকে, তাই যাত্রীর সংখ্যার ভিত্তিতে এগুলি সরবরাহ করা উচিত, আসনের ভিত্তিতে নয়"।
advertisement
14/14
আরেকজন ব্যবহারকারীর আবার মন্তব্য, “রেলের নিয়ম অনুযায়ী প্রতিটি আরএসি যাত্রীর একটি বেডরোল কিট পাওয়ার অধিকার রয়েছে। তাই টেকনিক্যালি, তারা কোনও ভুল করেনি। কোচ অ্যাটেনডেন্টের উচিত ছিল আপনাকে একটি বালিশ দেওয়া - এটা তার দায়িত্ব।”
আরেকজন ব্যবহারকারীর আবার মন্তব্য, “রেলের নিয়ম অনুযায়ী প্রতিটি আরএসি যাত্রীর একটি বেডরোল কিট পাওয়ার অধিকার রয়েছে। তাই টেকনিক্যালি, তারা কোনও ভুল করেনি। কোচ অ্যাটেনডেন্টের উচিত ছিল আপনাকে একটি বালিশ দেওয়া - এটা তার দায়িত্ব।”
advertisement
advertisement
advertisement