শীতেই বেরোয় ফোঁসফোঁস করে, বিশাল বড় সাপের প্যাঁচে দুমড়ে মুচড়ে যাবে যে কোনও প্রাণী! বাঁচতে না জানলে এক মিনিটে খেল খতম
- Published by:Tias Banerjee
Last Updated:
বনদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, যদি কখনও অজগর বা অন্য কোনও সাপ চোখে পড়ে, তাকে মারার বা তাড়ানোর চেষ্টা করবেন না। কী করবেন জেনে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
মধ্যপ্রদেশের খান্ডওয়া, বুরহানপুর, খারগোন, হারদা এবং দেওয়াস জেলা, যেগুলো ‘সার্পেন্ট ওয়ার্ল্ড’ নামে পরিচিত, সেসব এলাকায় অজগরের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই জেলাগুলির পাহাড়ি এলাকা, বনভূমি ও জলাশয়ের আশেপাশে তারা বাস করে। শীত পড়ার সঙ্গে সঙ্গে তারা গর্ত বা জলাশয় থেকে বেরিয়ে রোদ পোহানোর জন্য খোলা জায়গার দিকে চলে আসে। গ্রামীণ এলাকায় অনেক সময় মাঠে কাজ করা মানুষ বা রাস্তায় বসে রোদ পোহানো গ্রামবাসীরা হঠাৎ এই বিশালাকার সাপ দেখে আতঙ্কে পড়ে যান।
advertisement
অজগর সাধারণত বিষধর নয়, কিন্তু তাদের দেহের আকার ও শক্তি এতটাই প্রবল যে ছোট প্রাণী বা পোষা পশুকে সহজেই কাবু করে ফেলতে পারে। মুরগি, ছাগল, এমনকি ছোট কুকুরও তাদের শিকারে পরিণত হয় অনেক সময়। আসল বিপদ তৈরি হয় যখন অজগর ভুলবশত কোনও বাড়ি, স্কুল বা জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে। আতঙ্কে মানুষ তখন প্রায়ই পাথর ছুঁড়ে তাড়ানোর চেষ্টা করে, যার ফলে সাপ আহত হয়, আর আত্মরক্ষায় আক্রমণ করতে পারে। এতে উভয় পক্ষই বিপদের মুখে পড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
