GK: ভারতের একমাত্র ব্যক্তি, যিনি একটি গোটা ট্রেনের মালিক! জানেন কে তিনি? নামটা শুনলে কিন্তু চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
GK: লাইন পাতা হবে বলে জমি নিয়েছিল রেল। দীর্ঘদিন অপেক্ষা করেও বকেয়া ক্ষতিপূরণ পাননি পঞ্জাবের লুধিয়ানার কৃষক, বছর ৪৫-এর সম্পূরণ সিংহ।
নাকের বদলে নরুণ শোনা যায়। কিন্তু অধিগৃহীত জমির ক্ষতিপূরণ হিসেবে আস্ত একটা এক্সপ্রেস ট্রেন ? তাঁর জমির উপর দিয়েই রেলের লাইন পাতার কাজে আপত্তি করেননি পঞ্জাবের লুধিয়ানার কৃষক সম্পূরণ সিং। কিন্তু আদালতের নির্দেশের পরেও টাকা না মেটানোয় আস্ত একটা ট্রেনই ক্ষতিপূরণ হিসেবে দিতে হল রেলকে। এমনই নজিরবিহীন নির্দেশ লুধিয়ানার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের।
advertisement
advertisement
advertisement
advertisement
২০০৭ সালের লুধিয়ানা-চণ্ডীগড় রেললাইনের জন্য জমি অধিগৃহীত হয়। তার মধ্যে ছিল সম্পূরণ সিংহের জমিও। জমির ক্ষতিপূরণ বাবদ ৪২ লক্ষ টাকা পেয়েছিলেন সম্পূরণ। কিন্তু ২০১৫ সালে আদালত নর্দান রেলওয়েকে বকেয়া ১.০৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলে। তবে, রেল সেই টাকা দেয়নি। তার পরেই এই চমকে দেওয়া রায়। শুধু স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসই নয়, লুধিয়ানার স্টেশন মাস্টারের অফিসকেও ক্ষতিপূরণের সম্পত্তি হিসেবে অ্যাটাচ করা হয়েছে।
advertisement
advertisement
advertisement