General Knowledge: শুধু ভারত নয় অনেক দেশের টাকাই ছাপা হয় ভারতের টাঁকশালে, জানেন কোন কোন দেশের?

Last Updated:
Foreign currency printed in India: অনেকেই হয়তো জানেন না ভারত ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা ছাপা হয় টাঁকশালে। ভারতের টাকা ছাপানোর বিষয়টি দেখভাল করে ভারত সরকারের অধীনস্থ সংস্থা সিকিউরিটি প্রিন্টিং এন্ড মেন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।
1/5
অনেকেই হয়তো জানেন না ভারত ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা ছাপা হয় টাঁকশালে। ভারতের টাকা ছাপানোর বিষয়টি দেখভাল করে ভারত সরকারের অধীনস্থ সংস্থা সিকিউরিটি প্রিন্টিং এন্ড মেন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।
অনেকেই হয়তো জানেন না ভারত ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা ছাপা হয় টাঁকশালে। ভারতের টাকা ছাপানোর বিষয়টি দেখভাল করে ভারত সরকারের অধীনস্থ সংস্থা সিকিউরিটি প্রিন্টিং এন্ড মেন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।
advertisement
2/5
এই সংস্থার হাতেই রয়েছে চারটি টাঁকশাল এবং দু’টি নোটের ছাপাখানা। একটি মহারাষ্ট্রের নাসিকে এবং অন্যটি মধ্যপ্রদেশের দেওয়াসে। প্রতীকী ছবি।
এই সংস্থার হাতেই রয়েছে চারটি টাঁকশাল এবং দু’টি নোটের ছাপাখানা। একটি মহারাষ্ট্রের নাসিকে এবং অন্যটি মধ্যপ্রদেশের দেওয়াসে। প্রতীকী ছবি।
advertisement
3/5
এছাড়াও, পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং কর্নাটকের মহীসুরের টাকা ছাপা হয়। এই দু’টি টাকার ছাপাখানা অবশ্য ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডের হাতে।
এছাড়াও, পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং কর্নাটকের মহীসুরের টাকা ছাপা হয়। এই দু’টি টাকার ছাপাখানা অবশ্য ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেডের হাতে।
advertisement
4/5
দেশের ৪০ শতাংশ টাকা ছাপা হয় নাসিক এবং দেওয়াসের ছাপাখানা থেকেই। শুধু ভারত নয় পাশাপাশি আরও কিছু দেশের টাকা ছাপা হয় এই দুই ছাপাখানা থেকে। প্রতীকী ছবি।
দেশের ৪০ শতাংশ টাকা ছাপা হয় নাসিক এবং দেওয়াসের ছাপাখানা থেকেই। শুধু ভারত নয় পাশাপাশি আরও কিছু দেশের টাকা ছাপা হয় এই দুই ছাপাখানা থেকে। প্রতীকী ছবি।
advertisement
5/5
যার মধ্যে রয়েছে ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং ভুটান। ভিন দেশের নোট ছাপার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাহল অন্য দেশের বিশ্বাস অর্জন। ভারত সরকার নিজের দেশের নোট নিরাপত্তার সঙ্গে ছাপানোর পাশাপাশি এই দেশগুলির নোটের চাহিদাও দায়িত্বের সঙ্গে পালন করে চলেছে।
যার মধ্যে রয়েছে ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং ভুটান। ভিন দেশের নোট ছাপার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাহল অন্য দেশের বিশ্বাস অর্জন। ভারত সরকার নিজের দেশের নোট নিরাপত্তার সঙ্গে ছাপানোর পাশাপাশি এই দেশগুলির নোটের চাহিদাও দায়িত্বের সঙ্গে পালন করে চলেছে।
advertisement
advertisement
advertisement