England Vs UK: ইংল্যান্ড-গ্রেট ব্রিটেন আর ইউকে কিন্তু সম্পূর্ণ আলাদা! কী পার্থক্য জানেন? ৯৯% মানুষই ভুল করেন, পার্থক্য শুনে চমকে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
England Vs UK: 'দ্য গ্রেট ব্রিটেন' হল ইউরোপের উত্তর-পশ্চিমে অবস্থিত বৃহৎ এক দ্বীপ, যার মধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস নামক তিনটি দেশ রয়েছে।
advertisement
advertisement
advertisement
ইউনাইটেড কিংডম: 'দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড' এর সংক্ষিপ্ত রূপ ‘ইউকে’। যাকে আমরা 'যুক্তরাজ্য' বলে বোঝাই। নামটির পেছনে রয়েছে বেশ কয়েকটি রাজ্য বা দেশ-- ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস,নর্দার্ন আয়ারল্যান্ড। কবে গঠিত হয়েছিল এই ইউকে? এ নিয়ে মতানৈক্য থাকলেও অনেকের মতে 'অ্যাক্ট অফ ইউনিয়ন'-এর মাধ্যমে ১৭০৭ সালে এটি গঠিত হলেও ১৮০১ সালের দিকে এর সঙ্গে যখন আয়ারল্যান্ড সংযুক্ত হল তখন এটিকে ইউনাইটেড কিংডম নামে নামকরণ করা হয়।
advertisement
দ্য গ্রেট ব্রিটেন/ব্রিটেন: গ্রেট ব্রিটেন কোনও দেশ নয় বরং বিশাল আয়তনের এক দ্বীপ। ব্রিটিশ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় অখণ্ড দ্বীপ এটি। উত্তর আয়ারল্যান্ড বাদে অখণ্ড এই দ্বীপটি ভাগাভাগি করে নিয়েছে যুক্তরাজ্যের বাকি তিন দেশ-- ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। মনে করা হয়, সবচেয়ে বড় দ্বীপ বলেই এর নামের আগে 'গ্রেট' শব্দটি বসানো হয়েছে। ব্রিটেন নামটি রোমান শব্দ 'ব্রিটানিয়া' থেকে এলেও এর সঙ্গে গ্রেট শব্দটি কেন জুড়ে দেওয়া হয়েছিল সে নিয়ে বিভিন্ন মতামত দেখা যায়।
advertisement
প্রাথমিক ভাবে যেটি মনে করা হয়,তা হল পাশের 'ব্রিটানি' নামক একটি ফ্রেঞ্চ প্রতিবেশী রাজ্য থেকে এই ভূখণ্ডকে আলাদা করার জন্যই হয়তো এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল 'গ্রেট' শব্দটি। দ্বিতীয় আর একটি মত পাওয়া গিয়েছিল সেটি হল, কিং জেমস চাইছিলেন না তাঁকে শুধুমাত্র ব্রিটেনের রাজা হিসেবে বলা হোক। কেননা ব্রিটেন বলতে তখন বোঝানো হত রোমান ব্রিটেনকে, যেটা গঠিত হয়েছিল শুধুমাত্র ইংল্যান্ড এবং ওয়েলসকে নিয়ে। তিনি ছিলেন গোটা দ্বীপটির রাজা অর্থাৎ, যার মধ্যে স্কটল্যান্ডও ছিল। এর রাজা হিসেবে নিজের প্রোফাইলটা বেশ বড় করে দেখানোর জন্যই তিনি ব্রিটেনের সঙ্গে 'গ্রেট' শব্দটি জুড়ে দিয়েছিলেন বলে মনে করা হয়।
advertisement
ইংল্যান্ড: আমরা অনেকেই 'ইউনাইটেড কিংডম' বলতে 'ইংল্যান্ড'কেই বুঝে থাকি, বা বোঝাই। কিন্তু তা নয়, ওয়েলস কিংবা স্কটল্যান্ডের মতোই ইংল্যান্ড একটি দেশ। এর অবশ্য একটি বৈশিষ্ট্য আছে। এটি ইউনাইটেড কিংডমের মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় দেশ। তা ছাড়া ইউনাইটেড কিংডম গঠনের ক্ষেত্রে ইংল্যান্ড দেশটিরই সবচেয়ে বড় ভূমিকা ছিল। সেই কারণেই হয়তো ইংল্যান্ডের রাজধানী লন্ডনকে ইউনাইটেড কিংডমেরও রাজধানী হিসেবে গণ্য করা হয়।