রাত পোহালেই লক্ষ্মী পুজো, এই সহজ কাজগুলি করলে আর থাকবে না টাকাপয়সার সমস্যা

Last Updated:
দেবীর কৃপাধন্য হতে তাই কয়েকটি কাজ অবশ্যই করুন । মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হবেন ।
1/8
• আজকের রাত পোহালেই, আগামিকাল, শুক্রবার কোজাগরী লক্ষ্মী পুজো । পূর্ণিমার আলোয় আলোকিত হবে চরাচর । সেই নরম চাঁদের আলোয় সাদা লক্ষ্মী পেঁচার পিঠে চেপে মর্ত্যে নেমে আসবেন লক্ষ্মী ঠাকুর । তাঁর কৃপায় ভরে উঠবে সংসার, সমৃদ্ধ হবে আমাদের জীবন ।
• আজকের রাত পোহালেই, আগামিকাল, শুক্রবার কোজাগরী লক্ষ্মী পুজো । পূর্ণিমার আলোয় আলোকিত হবে চরাচর । সেই নরম চাঁদের আলোয় সাদা লক্ষ্মী পেঁচার পিঠে চেপে মর্ত্যে নেমে আসবেন লক্ষ্মী ঠাকুর । তাঁর কৃপায় ভরে উঠবে সংসার, সমৃদ্ধ হবে আমাদের জীবন ।
advertisement
2/8
• কিন্তু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা । তাই তাঁকে থিতু করা সহজ কথা নয় । দেবীর কৃপাধন্য হতে তাই কয়েকটি কাজ অবশ্যই করুন । মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হবেন ।
• কিন্তু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা । তাই তাঁকে থিতু করা সহজ কথা নয় । দেবীর কৃপাধন্য হতে তাই কয়েকটি কাজ অবশ্যই করুন । মা লক্ষ্মী এতে সন্তুষ্ট হবেন ।
advertisement
3/8
• কোজাগরী লক্ষ্মী পুজোর দিন চেষ্টা করুন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খ প্রতিষ্ঠা করতে ।
• কোজাগরী লক্ষ্মী পুজোর দিন চেষ্টা করুন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ বা জলশঙ্খ প্রতিষ্ঠা করতে ।
advertisement
4/8
• এই দিন গরীব-দুঃখীদের দান করুন । ব্রহ্মণভোজন করান । আশাতীত পুণ্যলাভ হয় এতে ।
• এই দিন গরীব-দুঃখীদের দান করুন । ব্রহ্মণভোজন করান । আশাতীত পুণ্যলাভ হয় এতে ।
advertisement
5/8
• এই দিন চেষ্টা করুন উপবাস থেকে, গঙ্গাস্নান করে পুজোয় বসতে । মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন ।
• এই দিন চেষ্টা করুন উপবাস থেকে, গঙ্গাস্নান করে পুজোয় বসতে । মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন ।
advertisement
6/8
• এ দিন ঘরের দরজায় দরজায় অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন ।
• এ দিন ঘরের দরজায় দরজায় অবশ্যই মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন ।
advertisement
7/8
• লক্ষ্মীর ঝাঁপিতে দিন কড়ি । পুজোর পর সেই কড়ি মানিব্যাগে বা পয়সার কৌটোয় বা ক্যাশ বাক্সে রেখে দিন ।
• লক্ষ্মীর ঝাঁপিতে দিন কড়ি । পুজোর পর সেই কড়ি মানিব্যাগে বা পয়সার কৌটোয় বা ক্যাশ বাক্সে রেখে দিন ।
advertisement
8/8
• এ দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন ।
• এ দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন ।
advertisement
advertisement
advertisement