রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল হাতি! দাপিয়ে বেড়াল...আতঙ্কে অস্থির সবাই! তার পর?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Elephant Inside University: বিশ্ববিদ্যালয়ে হাতির আগমন! গতকাল রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসন থেকে গেস্ট হাউস চারিদিকে বুনো হাতির পাইচারি! সকাল হতেই বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে ঠান্ডা মেজাজে বসে রয়েছে হাতিটি
advertisement
advertisement
advertisement
এ প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক চা ব্যবসায়ী সুদর্শন দেবনাথ বলেন বিশ্ববিদ্যালয় গতকাল রাতেই একটি হাতি প্রবেশ করে এই নিয়ে সকলে যেমন চিন্তিত রয়েছে অনেকে আবার খুশি হয়ে হাতি দেখতে আসছে। নিরাপত্তা ভালই রয়েছে। অন্যদিকে হাতির হানায় বিশ্ববিদ্যালয় চত্বরের একটি দোকান তছনছ হয়ে যায় তিনি চিন্তিত দোকান মালিক।
advertisement
