টেবিল ফ্যান হোক বা সিলিং ফ্যান, দুরকম ফ্যানের বৈশিষ্য আলাদা। এমনকী, দুরকম ফ্যানের ইলেকট্রিক কনজামপশন পর্যন্ত আলাদা।
সিলিং ফ্যান-এর মোটরের ক্ষমতা বেশি। ফলে সিলিং ফ্যান চালাতে ৭০-৭৫ ওয়াট কারেন্ট-এর দরকার পড়ে। আগে প্রায় ১৫০ ওয়াট কারেন্ট-এর প্রয়োজন হত।
টেবিল ফ্যানের মোটর সাধারণত ৫-৫৫ ওয়াট কারেন্টে চলে। স্ট্যান্ড ফ্যান চালাতে প্রয়োজন হয় ৬৫-১১০ ওয়াট কারেন্ট।
অর্থাৎ স্ট্যান্ডিং ফ্যান চালাতে সব থেকে বেশি কারেন্ট পোড়ে। তুলনায় সাশ্রয়ী হল টেবিল ফ্যান।
এখন অনেক সংস্থা তাদের সিলিং ফ্যানে BLDC প্রযুক্তি ব্যবহার করছে। এতে ফ্যান চালাতে প্রয়োজন হচ্ছে মাত্র ৩০-৩৫ ওয়াট কারেন্ট।
ডিসি মোটরের থেকে অনেক বেশি উন্নত বিএলডিসি প্রযুক্তি। ফলে ফ্যান চালাতে অনেক কম কারেন্টের দরকার হচ্ছে।
...