SBI-তে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এবার থেকে এই কাজের জন্য আর ব্যাঙ্কে যেতে হবে না

Last Updated:
1/8
গ্রাহকদের সুবিধার্থে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একের পর এক নতুন পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ৷ স্টেট ব্যাঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবায় উৎসাহিত করা যাতে বাড়িতে বসেই তারা সমস্ত পরিষেবার সুবিধা পেতে পারেন ৷ এর মধ্যে সম্প্রতি নতুন একটি পরিষেবা অনলাইনে নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক ৷ সেই হল সেভিংস অ্যাকাউন্ট সহজে ট্রান্সফার করা ৷ এর আগে অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য ব্যাঙ্কের চক্কর কাটতে হত গ্রাহকদের ৷ কিন্তু এখন মাত্র কয়েক মিনিটেই এি কাজ সেরে ফেলতে পারবেন গ্রাহকরা ৷ এক ব্রাঞ্চ থেকে অন্য শাখায় অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হলে আপনার নেট ব্যাঙ্কিং থাকা বাধাত্যমূলক ৷ দেখে নিন কীভাবে ট্রান্সফার করবেন?
গ্রাহকদের সুবিধার্থে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একের পর এক নতুন পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ৷ স্টেট ব্যাঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবায় উৎসাহিত করা যাতে বাড়িতে বসেই তারা সমস্ত পরিষেবার সুবিধা পেতে পারেন ৷ এর মধ্যে সম্প্রতি নতুন একটি পরিষেবা অনলাইনে নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক ৷ সেই হল সেভিংস অ্যাকাউন্ট সহজে ট্রান্সফার করা ৷ এর আগে অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য ব্যাঙ্কের চক্কর কাটতে হত গ্রাহকদের ৷ কিন্তু এখন মাত্র কয়েক মিনিটেই এি কাজ সেরে ফেলতে পারবেন গ্রাহকরা ৷ এক ব্রাঞ্চ থেকে অন্য শাখায় অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হলে আপনার নেট ব্যাঙ্কিং থাকা বাধাত্যমূলক ৷ দেখে নিন কীভাবে ট্রান্সফার করবেন?
advertisement
2/8
স্টেপ ১: লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার হোম পেজে ‘e-Services’  দেখতে পারবেন ৷ তাতে ক্লিক করুন ৷
স্টেপ ১: লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার হোম পেজে ‘e-Services’ দেখতে পারবেন ৷ তাতে ক্লিক করুন ৷
advertisement
3/8
স্টেপ ২: ‘e-Services’ ক্লিক করার পর আপনাকে 'Transfer of Savings Account' এর অপশন দেখাবে ৷ অপশনে ক্লিক করুন ৷
স্টেপ ২: ‘e-Services’ ক্লিক করার পর আপনাকে 'Transfer of Savings Account' এর অপশন দেখাবে ৷ অপশনে ক্লিক করুন ৷
advertisement
4/8
স্টেপ ৩: এই অপশনে ক্লিক করতেই নতুন উইন্ডো খুলে যাবে ৷ এখানে আপনার বর্তমান অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিতে হবে ৷ এরপর সেই অ্যাকাউন্টে ক্লিক করুন যেটি আপনি ট্রান্সফার করতে চান ৷
স্টেপ ৩: এই অপশনে ক্লিক করতেই নতুন উইন্ডো খুলে যাবে ৷ এখানে আপনার বর্তমান অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিতে হবে ৷ এরপর সেই অ্যাকাউন্টে ক্লিক করুন যেটি আপনি ট্রান্সফার করতে চান ৷
advertisement
5/8
স্টেপ ৪: যে ব্রাঞ্চে ট্রান্সফার করতে চান তার কোড এন্টার করতে হবে ৷ এরপর  'Get Branch name'  ক্লিক করুন ৷ ক্লিক করতেই আপনার সামনে ব্যাঙ্কের সমস্ত তথ্য চলে আসবে ৷
স্টেপ ৪: যে ব্রাঞ্চে ট্রান্সফার করতে চান তার কোড এন্টার করতে হবে ৷ এরপর 'Get Branch name' ক্লিক করুন ৷ ক্লিক করতেই আপনার সামনে ব্যাঙ্কের সমস্ত তথ্য চলে আসবে ৷
advertisement
6/8
স্টেপ ৫: এরপর আপনারে ‘Terms and Conditions’ Accept করতে হবে ৷ সাবমিট ডিটেলে ক্লিক করে Confirm করতে হবে ৷
স্টেপ ৫: এরপর আপনারে ‘Terms and Conditions’ Accept করতে হবে ৷ সাবমিট ডিটেলে ক্লিক করে Confirm করতে হবে ৷
advertisement
7/8
 স্টেপ ৬: কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে হাই সিকিউরিটি কোড আসবে ৷ সেটি এন্টার করার পর ফের একবার কনফার্ম করতে হবে ৷
স্টেপ ৬: কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে হাই সিকিউরিটি কোড আসবে ৷ সেটি এন্টার করার পর ফের একবার কনফার্ম করতে হবে ৷
advertisement
8/8
স্টেপ ৭: এটা করার সঙ্গে সঙ্গে আরও একটি উইন্ডো খুলে যাবে ৷ তাতে ট্রান্সফারের একটি মেসেজ আসবে ৷
স্টেপ ৭: এটা করার সঙ্গে সঙ্গে আরও একটি উইন্ডো খুলে যাবে ৷ তাতে ট্রান্সফারের একটি মেসেজ আসবে ৷
advertisement
advertisement
advertisement