Indian Railways: হরিদ্বারে হঠাৎ দাঁড়িয়ে গেল...তিন-তিনটে ট্রেন! কেউ কিচ্ছুটি বলছিল না...উশখুস করছিলেন যাত্রীরা, তারপর জানা গেল...

Last Updated:
পরিস্থিতি জানতে পেরেই হরিদ্বার স্টেশনে আটকে দেওয়া হয় তিনটি যাত্রিবাহী ট্রেন৷ ১২৩৬৯, ১২৩৭০ এবং ১২০৫৫৷
1/7
রেল যাত্রা অত্যন্ত সুখকর অভিজ্ঞতা তো বটেই, তবে রেল যাত্রায় ভয়ঙ্কর দুর্ঘটনাও আখছাড় ঘটে৷ যে কোনও দুর্ঘটনা ঘটলে সবসময়েই আঙুল ওঠে ভারতীয় রেলের উপরে৷ তবে রেলের আধিকারিকরা জানাচ্ছেন, রেল এবং রেলযাত্রীদের সুরক্ষা দিতে তাঁরা সবসময় অতন্ত্র প্রহরা দিয়ে থাকেন৷
রেল যাত্রা অত্যন্ত সুখকর অভিজ্ঞতা তো বটেই, তবে রেল যাত্রায় ভয়ঙ্কর দুর্ঘটনাও আখছাড় ঘটে৷ যে কোনও দুর্ঘটনা ঘটলে সবসময়েই আঙুল ওঠে ভারতীয় রেলের উপরে৷ তবে রেলের আধিকারিকরা জানাচ্ছেন, রেল এবং রেলযাত্রীদের সুরক্ষা দিতে তাঁরা সবসময় অতন্ত্র প্রহরা দিয়ে থাকেন৷
advertisement
2/7
তেমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে দেহরাদূন-হরিদ্বার রেল ট্র্যাকের উপরে৷ যা এড়িয়ে গেলে চলে যেতে কমপক্ষে হাজার রেলযাত্রীর নাম৷
তেমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে দেহরাদূন-হরিদ্বার রেল ট্র্যাকের উপরে৷ যা এড়িয়ে গেলে চলে যেতে কমপক্ষে হাজার রেলযাত্রীর নাম৷
advertisement
3/7
 পরিস্থিতি জানতে পেরেই হরিদ্বার স্টেশনে আটকে দেওয়া হয় তিনটি যাত্রিবাহী ট্রেন৷ ১২৩৬৯, ১২৩৭০ এবং ১২০৫৫৷
পরিস্থিতি জানতে পেরেই হরিদ্বার স্টেশনে আটকে দেওয়া হয় তিনটি যাত্রিবাহী ট্রেন৷ ১২৩৬৯, ১২৩৭০ এবং ১২০৫৫৷
advertisement
4/7
এনসিআর -এর মুখ্য জনসম্পর্ক আধিকারিক হিমাংশুশেখর জানাচ্ছেন, দেহরাদূন থেকে হরিদ্বার যাওয়ার রেল লাইনে প্রাকৃতিক ভাবে একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা রয়েছে৷ রেলের পরিভাষায় ‘ভালনারেবল স্পট’৷
এনসিআর -এর মুখ্য জনসম্পর্ক আধিকারিক হিমাংশুশেখর জানাচ্ছেন, দেহরাদূন থেকে হরিদ্বার যাওয়ার রেল লাইনে প্রাকৃতিক ভাবে একটি অত্যন্ত সংবেদনশীল জায়গা রয়েছে৷ রেলের পরিভাষায় ‘ভালনারেবল স্পট’৷
advertisement
5/7
এই জায়গায় প্রায়ই উপর থেকে বড় বড় বোল্ডার বা পাথর গড়িয়ে পড়ার মতো, ধস নামার মতো ঘটনা ঘটে৷ এই সমস্ত জায়গায় লোহার খাঁচার মতো একটি কাঠামো দিয়ে ‘ফলস ক্যানোপি’ তৈরি করা হয়৷
এই জায়গায় প্রায়ই উপর থেকে বড় বড় বোল্ডার বা পাথর গড়িয়ে পড়ার মতো, ধস নামার মতো ঘটনা ঘটে৷ এই সমস্ত জায়গায় লোহার খাঁচার মতো একটি কাঠামো দিয়ে ‘ফলস ক্যানোপি’ তৈরি করা হয়৷
advertisement
6/7
এই ‘ফলস ক্যানোপি’র জন্য পাথর পড়লেও তা নীচে চলমান ট্রেন বা সেই ট্রেনের যাত্রীদের ক্ষতি করতে পারে না৷ ওই দিন পাথর পাওয়ার পর পরই সতর্ক হয়ে যান রেল কর্মী ও আধিকারিকরা৷
এই ‘ফলস ক্যানোপি’র জন্য পাথর পড়লেও তা নীচে চলমান ট্রেন বা সেই ট্রেনের যাত্রীদের ক্ষতি করতে পারে না৷ ওই দিন পাথর পাওয়ার পর পরই সতর্ক হয়ে যান রেল কর্মী ও আধিকারিকরা৷
advertisement
7/7
সঙ্গে সঙ্গে হরিদ্বারেই তিনটি যাত্রিবাহী ট্রেন থামিয়ে দেওয়া হয়৷ এতে প্রাণে বেঁচে যান রেল যাত্রীরা৷ তবে তাঁদের কিঞ্চিৎ দুর্ভোগের সম্মুখীন হতে হয়৷ তবে তাঁরাও রেলের এই পদক্ষেপের প্রশংসা করেন৷ পরে রেল ট্র্যাক মেরামতির পরে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়৷
সঙ্গে সঙ্গে হরিদ্বারেই তিনটি যাত্রিবাহী ট্রেন থামিয়ে দেওয়া হয়৷ এতে প্রাণে বেঁচে যান রেল যাত্রীরা৷ তবে তাঁদের কিঞ্চিৎ দুর্ভোগের সম্মুখীন হতে হয়৷ তবে তাঁরাও রেলের এই পদক্ষেপের প্রশংসা করেন৷ পরে রেল ট্র্যাক মেরামতির পরে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়৷
advertisement
advertisement
advertisement