Saumitra Khan: পুজোর দারুণ চমক দিলেন সৌমিত্র খাঁ! এমন কোথায় গেলেন বিজেপি সাংসদ! চমকে উঠবেন শুনে, গুঞ্জন শুরু! তবে কি...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Saumitra Khan: শংকরপুর দুর্গাপুজো কমিটির সভাপতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বাধীন ঘোষ বলেন, “পুজো নিয়ে আমরা রাজনীতি করি না। পুজো সবার। মা দুর্গা সবার।''
কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মিলেমিশে যায় রাজনৈতিক ভেদাভেদও। মুছে যায় সব বিভেদ। ঠিক তেমনই ছবি দেখা গেল দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। শংকরপুর সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপের প্রশংসাও করেছিলেন তিনি। উদ্যোক্তাদের নেতৃত্বেও তৃণমূলের নেতারা। আর সেই পুজোর মণ্ডপেই হাজির বিজেপি সাংসদ। তিনি সৌমিত্র খাঁ। তৃণমূল নেতাদের পুজোতে বিজেপি সাংসদ, তা নিয়েই জোর শোরগোল পড়ে যায়।
advertisement
শংকরপুর দুর্গাপুজো কমিটির সভাপতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বাধীন ঘোষ বলেন, “পুজো নিয়ে আমরা রাজনীতি করি না। পুজো সবার। মা দুর্গা সবার। পুজোমণ্ডপে যেই আসুক না কেন সকলকেই স্বাগতম। তবে আমি বিজেপি সাংসদকে অনুরোধ করব, দিঘায় গিয়ে জগন্নাথ মন্দিরে সপরিবারে দেখে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প ও ধর্মের সংমিশ্রণ করেছেন সেখানে। ওই মন্দির দেখে আসুন।”
advertisement
advertisement
মণ্ডপে গিয়ে কিন্তু সৌমিত্র স্পষ্ট জানিয়ে দেন এ নিয়ে তিনি কোনও রাজনৈতিক বিতর্ক চান না। তাঁর সাফ কথা, ‘প্রতিমা আর মণ্ডপ দর্শনে এসেছিলাম, এতে বিতর্ক কেন হবে?’
advertisement
প্রসঙ্গত, ২০১১ সালের বিধানসভা ভোটে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস ও তৃণমূল। বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ছিলেন সৌমিত্র খাঁ। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে, ২০১৪ সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। এরপর বিজেপি যোগ দেওয়ার পরই সৌমিত্র খাঁ-কে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। বর্তমানে তিনি বিজেপি সাংসদ। তারপরেও দিঘার জগন্নাথধামের আদলে তৈরি মণ্ডপে তাঁর যাওয়া নিয়ে স্বাভাবিকভাবে চলছে জোর রাজনৈতিক তরজা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 30, 2025 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saumitra Khan: পুজোর দারুণ চমক দিলেন সৌমিত্র খাঁ! এমন কোথায় গেলেন বিজেপি সাংসদ! চমকে উঠবেন শুনে, গুঞ্জন শুরু! তবে কি...