সঙ্গী খুঁজতে এবার AI! ফেসবুক এবার দেখিয়ে দেবে সেরা সঙ্গী সহজেই, সোয়াইপ করে আঙুল ব্যথা হবে না
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Facebook Dating ইউজারদের সোয়াইপ ফেটিগ দূর করতে Meta AI অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে। এই এআই ব্যক্তিগত সার্চের ভিত্তিতে সেরা সঙ্গী খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে | Facebook Dating to Use Meta AI Assistant to Find Matches and Combat 'Swipe Fatigue'
ফেসবুক নিজে ডেটিং অ্যাপ নয়। এই কথা ভুলে গেলে চলবে না। আবার, এও তো ভুলে যাওয়া যায় না ফেসবুককেই ডেটিং অ্যাপ হিসেবে কাজে লাগিয়ে কত না সম্পর্ক তৈরি হল। ফেসবুক ডেটিং নামে একটা আলাদা অ্যাপও আছে, সেটা কিন্তু ইউজারদের অনেক সুবিধা দেয়।
advertisement
এই যেমন ফেসবুক চাইছে ইউজার সঙ্গী/সঙ্গিনী খুঁজে পেতে AI ব্যবহার করুক। তাই, প্ল্যাটফর্মটি Meta AI দ্বারা চালিত একটি নতুন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে যা ইউজারদের সেরা সঙ্গী খুঁজে বের করার প্রতিশ্রুতি দিচ্ছে। Meta দাবি করছে ইউজারদের সোয়াইপ ফেটিগ বা প্রোফাইল সোয়াইপ করার ক্লান্তি থেকে মুক্তি দেবে, বেশিরভাগ ডেটিং অ্যাপেই তো প্রোফাইল সোয়াইপ করে যেতে হয়!
advertisement
এই নতুন AI সহকারী ইউজারদের ম্যাচ এক জায়গায় এনে দিয়ে সাহায্য করবে, তাঁদের সার্চের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক তথ্যও দেবে। ডেটিং অ্যাপগুলিতে AI টুল নতুন কিছু নয় ঠিকই, তবে ফেসবুক আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ইউজারদের জন্য এটি নিয়ে আসছে।
advertisement
AI অ্যাসিস্ট্যান্ট ডেটিংয়ের ক্ষেত্রে কীভাবে কাজ করে: এমনিতে দেখলে Facebook ডেটিং প্ল্যাটফর্মে ইউজাররা কী ধরনের পুরুষ/মহিলা খুঁজছেন তা ব্যাখ্যা করতে AI ব্যবহার করা হবে। তবে এটি উচ্চতা বা শিক্ষার মতো সাধারণ সার্চ মেট্রিক্সের বাইরে গিয়ে ইউজারকে সবচেয়ে প্রাসঙ্গিক ফলাফল দেবে বলে দাবি করা হচ্ছে। ইউজারদের জন্য ডেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যাচ ট্যাব থাকবে বলে শোনা যাচ্ছে
advertisement
মেটা এআই এখন হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলিতেও পাওয়া যাচ্ছে, যা ফেসবুকের মূল কোম্পানির মালিকানাধীন। ডেটিংয়ে এআই-এর ব্যবহার নির্বাচিত বাজারে সীমাবদ্ধ রাখার অর্থ হল প্ল্যাটফর্মটি ভারতের মতো অন্যান্য অঞ্চলে খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে না।
advertisement
সারপ্রাইজ মি: এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসার সঙ্গে সঙ্গে মেটা ম্যাচ খুঁজে বের করার প্রক্রিয়াটিও সহজ করছে। এর জন্য ইউজারদের কাছে মিট কিউট ফিচার থাকবে এবং সারপ্রাইজ ম্যাচ দেওয়ার জন্য অ্যালগরিদম ব্যবহার করবে। এই ম্যাচ সাপ্তাহিকভাবে অফার করা হবে এবং আগ্রহী না হলে ইউজাররা অপ্ট-আউট করতে পারবেন।
advertisement