'দাদা, এটা আমার বার্থ...', 3AC কোচে রিজার্ভ সিটে ঘুমন্ত লোকটিকে ডেকে তুললেন প্যাসেঞ্জার, পরক্ষণেই চরম কাণ্ড, TTE আসতেই পায়ের তলা থেকে সরল মাটি!

Last Updated:
Indian Railways: সম্প্রতি ট্রেনের এসি কামরায় একজন ব্যক্তির যা অভিজ্ঞতা হল তা নিঃসন্দেহে চোখ কপালে তুলবে আপনারও। ইতিমধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে অদ্ভুত এই কাণ্ডের ভিডিওটি। যা দেখে রীতিমতো হইচই পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
1/16
ব্যস্ত মরশুমে ট্রেনে ভ্রমণের সময় প্রায়ই ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেকেই পড়েন মহা ফাঁপরে। আসলে সময়ে গন্তব্যে পৌঁছতে ট্রেনের মতো ভাল বিকল্প আর দুটি নেই।
ব্যস্ত মরশুমে ট্রেনে ভ্রমণের সময় প্রায়ই ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেকেই পড়েন মহা ফাঁপরে। আসলে সময়ে গন্তব্যে পৌঁছতে ট্রেনের মতো ভাল বিকল্প আর দুটি নেই।
advertisement
2/16
এক্ষেত্রে অনেকেই জেনারেল কম্পার্টমেন্ট বা অন্য কোনও ভাবে ট্রেনে চড়ে বসেন। এমন ঘটনা মোটেই বিরল নয়। অনেকেই আবার আরএসি টিকিট নিয়েও ট্রেনে উঠে পড়েন। আর যাত্রায় তাঁদের অবস্থা হয় দুর্বিষহ।
এক্ষেত্রে অনেকেই জেনারেল কম্পার্টমেন্ট বা অন্য কোনও ভাবে ট্রেনে চড়ে বসেন। এমন ঘটনা মোটেই বিরল নয়। অনেকেই আবার আরএসি টিকিট নিয়েও ট্রেনে উঠে পড়েন। আর যাত্রায় তাঁদের অবস্থা হয় দুর্বিষহ।
advertisement
3/16
আমরা ট্রেনের জেনারেল কামরায় প্রায়শই এমন দৃশ্য দেখি যেখানে মানুষকে মেঝেতে বসে থাকতে এবং শুয়ে থাকতে দেখা যায়। সাধারণ বগিতে নিঃসন্দেহে এটি খুবই চেনা একটি ছবি।
আমরা ট্রেনের জেনারেল কামরায় প্রায়শই এমন দৃশ্য দেখি যেখানে মানুষকে মেঝেতে বসে থাকতে এবং শুয়ে থাকতে দেখা যায়। সাধারণ বগিতে নিঃসন্দেহে এটি খুবই চেনা একটি ছবি।
advertisement
4/16
কিন্তু স্লিপার বা থার্ড এসিতে এমন দৃশ্য এককথায় বিরল। এই ধরণের কিছু ঘটলে ছেড়ে কথা বলেন না বৈধ যাত্রীরা। অবৈধ ভাবে ট্রেনের সিট বা বার্থ দখল করা ব্যক্তিকে পোহাতে হয় চরম ভোগান্তি।
কিন্তু স্লিপার বা থার্ড এসিতে এমন দৃশ্য এককথায় বিরল। এই ধরণের কিছু ঘটলে ছেড়ে কথা বলেন না বৈধ যাত্রীরা। অবৈধ ভাবে ট্রেনের সিট বা বার্থ দখল করা ব্যক্তিকে পোহাতে হয় চরম ভোগান্তি।
advertisement
5/16
কারণ মোটা টাকা খরচ করে এসিতে টিকিট রিজার্ভ করেও নিজের সিটে অন্য কারও দখলদারি বা গা জোয়ারি কেউই মেনে নিতে পারেন না। সব যাত্রীরাই চান আরাম করে হাত পা ছড়িয়ে ট্রেনে যাত্রা করতে। আর তার জন্যেই এসিতে বেশি টাকা গচ্চা দিয়ে টিকিট কাটা!
কারণ মোটা টাকা খরচ করে এসিতে টিকিট রিজার্ভ করেও নিজের সিটে অন্য কারও দখলদারি বা গা জোয়ারি কেউই মেনে নিতে পারেন না। সব যাত্রীরাই চান আরাম করে হাত পা ছড়িয়ে ট্রেনে যাত্রা করতে। আর তার জন্যেই এসিতে বেশি টাকা গচ্চা দিয়ে টিকিট কাটা!
advertisement
6/16
কিন্তু সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, একজন ব্যক্তির যা অভিজ্ঞতা হল তা নিঃসন্দেহে চোখ কপালে তুলবে আপনারও। ইতিমধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে অদ্ভুত এই কাণ্ডের ভিডিওটি। যা দেখে রীতিমতো হইচই পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে, একজন ব্যক্তির যা অভিজ্ঞতা হল তা নিঃসন্দেহে চোখ কপালে তুলবে আপনারও। ইতিমধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে অদ্ভুত এই কাণ্ডের ভিডিওটি। যা দেখে রীতিমতো হইচই পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
7/16
সম্প্রতি এই ঘটনাটি বেঙ্গালুরুর যশবন্তপুর এবং উত্তর প্রদেশের গোরখপুরের মধ্যে যাত্রা করা 15024 নম্বর ট্রেনে ঘটেছিল। যাত্রী ট্রেনের 3AC কোচে উঠে আবিষ্কার করলেন তাঁরই সিটে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন এক ব্যক্তি।
সম্প্রতি এই ঘটনাটি বেঙ্গালুরুর যশবন্তপুর এবং উত্তর প্রদেশের গোরখপুরের মধ্যে যাত্রা করা 15024 নম্বর ট্রেনে ঘটেছিল। যাত্রী ট্রেনের 3AC কোচে উঠে আবিষ্কার করলেন তাঁরই সিটে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন এক ব্যক্তি।
advertisement
8/16
বার্থ নম্বর ৬০ এর বৈধ যাত্রী বিষয়টি আন্দাজ করে লোকটিকে তৎক্ষণাৎ ডেকে তুলে জানান, সিটটি আসলে তাঁর। প্যাসেঞ্জারের কথা শুনে ওই ব্যক্তি বার্থ তো ছেড়ে দেন, কিন্তু সটান গিয়ে শুয়ে পরেন ট্রেনের মেঝেতে।
বার্থ নম্বর ৬০ এর বৈধ যাত্রী বিষয়টি আন্দাজ করে লোকটিকে তৎক্ষণাৎ ডেকে তুলে জানান, সিটটি আসলে তাঁর। প্যাসেঞ্জারের কথা শুনে ওই ব্যক্তি বার্থ তো ছেড়ে দেন, কিন্তু সটান গিয়ে শুয়ে পরেন ট্রেনের মেঝেতে।
advertisement
9/16
লোকটি এতটুকু ঘাবড়ে না গিয়ে রীতিমতো চাদর টেনে আরাম করে ঘুমিয়ে পড়েন দুই বার্থের মাঝের জায়গায়। ঘটনায় হকচকিয়ে যান ওই যাত্রী। তিনি নম্রভাবে অনুরোধ করেন, এভাবে শুলে যাতায়াতের অসুবিধে হবে বলে, কিন্তু তাঁর কথায় মোটেই কর্ণপাত করেন না ওই ব্যক্তি।
লোকটি এতটুকু ঘাবড়ে না গিয়ে রীতিমতো চাদর টেনে আরাম করে ঘুমিয়ে পড়েন দুই বার্থের মাঝের জায়গায়। ঘটনায় হকচকিয়ে যান ওই যাত্রী। তিনি নম্রভাবে অনুরোধ করেন, এভাবে শুলে যাতায়াতের অসুবিধে হবে বলে, কিন্তু তাঁর কথায় মোটেই কর্ণপাত করেন না ওই ব্যক্তি।
advertisement
10/16
এরপরেই আসে বিরাট ট্যুইস্ট। কিছুক্ষণেই কোচে আসেন টিটিই। ওই ৬০ নম্বর বার্থের যাত্রী ভাবেন এবার নিশ্চই কিছু একটা সমাধান হবে এই উৎপাতের। কিন্তু আদতে কী হল জানেন?
এরপরেই আসে বিরাট ট্যুইস্ট। কিছুক্ষণেই কোচে আসেন টিটিই। ওই ৬০ নম্বর বার্থের যাত্রী ভাবেন এবার নিশ্চই কিছু একটা সমাধান হবে এই উৎপাতের। কিন্তু আদতে কী হল জানেন?
advertisement
11/16
টিটিই এসে বিষয়টিতে কোনও পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বেশ কিছুক্ষণ ওই লোকটির সঙ্গে কথা বলে চুপচাপ চলে যান। কিন্তু কোনও পদক্ষেপই করেন না। উল্টে লোকটি আয়েশ করে নাকে তেল দিয়ে ঘুমোতে থাকেন।
টিটিই এসে বিষয়টিতে কোনও পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বেশ কিছুক্ষণ ওই লোকটির সঙ্গে কথা বলে চুপচাপ চলে যান। কিন্তু কোনও পদক্ষেপই করেন না। উল্টে লোকটি আয়েশ করে নাকে তেল দিয়ে ঘুমোতে থাকেন।
advertisement
12/16
রেডিট ব্যবহারকারী ওই যাত্রী সোশ্যাল মিডিয়ায় ঘটনার বিবরণ দিয়ে লেখেন, আমি ৮ অগাস্ট রাত ১১ টায় ট্রেন ১৫০২৪, যশবন্তপুর গোরক্ষপুর এক্সপ্রেসে ভ্রমণ করছিলাম। আমার কোচটি ছিল B4 এবং কোচে ওঠার সঙ্গে সঙ্গেই আমি আমার ৬০ নম্বর বার্থটিতে দেখি একজন ঘুমোচ্ছেন।
রেডিট ব্যবহারকারী ওই যাত্রী সোশ্যাল মিডিয়ায় ঘটনার বিবরণ দিয়ে লেখেন, আমি ৮ অগাস্ট রাত ১১ টায় ট্রেন ১৫০২৪, যশবন্তপুর গোরক্ষপুর এক্সপ্রেসে ভ্রমণ করছিলাম। আমার কোচটি ছিল B4 এবং কোচে ওঠার সঙ্গে সঙ্গেই আমি আমার ৬০ নম্বর বার্থটিতে দেখি একজন ঘুমোচ্ছেন।"
advertisement
13/16
তিনি লেখেন,
তিনি লেখেন, "আমি বিনয়ের সঙ্গে তাঁকে উঠে যেতে বলি। কারণ ওটা আসলে আমার বার্থ ছিল। বলাতে সে উঠে ঝটপট মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাকে ওখানে না ঘুমাতে অনুরোধ করলাম কারণ এতে যাতায়াতে অসুবিধা হবে, কিন্তু সে আমার কথা শোনেনি।"
advertisement
14/16
লোকটি আরও জানান যে পরে যখন টিটিই আসেন, তিনিও পুরো বিষয়টি দেখেন। কিন্তু তার সঙ্গে কিছু কথাবার্তা বলেই চলে যান। এই ঘটনা এককথায় যেমন অবাক করা, তেমনই আবার একইসঙ্গে খুব করুণ ও মজাদার।
লোকটি আরও জানান যে পরে যখন টিটিই আসেন, তিনিও পুরো বিষয়টি দেখেন। কিন্তু তার সঙ্গে কিছু কথাবার্তা বলেই চলে যান। এই ঘটনা এককথায় যেমন অবাক করা, তেমনই আবার একইসঙ্গে খুব করুণ ও মজাদার।
advertisement
15/16
উল্লেখ্য, @cursed_innocence নামের একজন ব্যবহারকারী r/indianrailways এর Reddit পেজে 'ট্রেনে দুর্ব্যবহার - 15024' শিরোনামে এই ভিডিওটি পোস্ট করেন। তিনি ক্যাপশনে পুরো ঘটনাটি বর্ণনা করেছেন। এখনও পর্যন্ত এই পোস্টটি ১৫০ টিরও বেশি মন্তব্য এবং ৪০ টিরও বেশি লাইক পেয়েছে।
উল্লেখ্য, @cursed_innocence নামের একজন ব্যবহারকারী r/indianrailways এর Reddit পেজে 'ট্রেনে দুর্ব্যবহার - 15024' শিরোনামে এই ভিডিওটি পোস্ট করেন। তিনি ক্যাপশনে পুরো ঘটনাটি বর্ণনা করেছেন। এখনও পর্যন্ত এই পোস্টটি ১৫০ টিরও বেশি মন্তব্য এবং ৪০ টিরও বেশি লাইক পেয়েছে।
advertisement
advertisement
advertisement