Indian Railways: ধরা পড়ল মাসতুতো দাদা...মুম্বইয়ে দাঁড়িয়েছিল ট্রেন, টয়লেটের ডাস্টবিন খুলতেই চিৎকার করে উঠল সাফাইকর্মী! শুধু র*ক্ত...

Last Updated:
সুরাত পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে অভিযুক্ত বিকাশ কুমার শাহ (৩০) অপরাধ স্বীকার করেছে৷
1/9
মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে (LTT) এসে দাঁড়িয়েছিল কুশিনগর এক্সপ্রেস (22537)৷ নিয়ম মেনেই ট্রেনের সমস্ত টয়লেট পরিষ্কার করছিলেন ট্রেনের সাফইকর্মী৷ সেখানে ট্রেনের টয়লেটের ডাস্টবিন খুলে দেখতেই চিৎকার করে উঠলেন তিনি৷
মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে (LTT) এসে দাঁড়িয়েছিল কুশিনগর এক্সপ্রেস (22537)৷ নিয়ম মেনেই ট্রেনের সমস্ত টয়লেট পরিষ্কার করছিলেন ট্রেনের সাফইকর্মী৷ সেখানে ট্রেনের টয়লেটের ডাস্টবিন খুলে দেখতেই চিৎকার করে উঠলেন তিনি৷
advertisement
2/9
ডাস্টবিনের ভিতরে গুঁজরে মুজড়ে ঢোকানো হয়েছে তিন বছরের একটি ছোট্ট ছেলের রক্তাক্ত দেহ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, গত ২৩ অগাস্ট ভোরে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি)-এর মধ্যে প্রতিদিন চলাচলকারী কুশিনগর এক্সপ্রেস (২২৫৩৭) ট্রেনের টয়লেটের ভিতরে রাখা একটি ডাস্টবিনে গত সপ্তাহে শিশুটির মৃতদেহ পাওয়া যায়।
ডাস্টবিনের ভিতরে গুঁজরে মুজড়ে ঢোকানো হয়েছে তিন বছরের একটি ছোট্ট ছেলের রক্তাক্ত দেহ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, গত ২৩ অগাস্ট ভোরে উত্তরপ্রদেশের গোরক্ষপুর এবং মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি)-এর মধ্যে প্রতিদিন চলাচলকারী কুশিনগর এক্সপ্রেস (২২৫৩৭) ট্রেনের টয়লেটের ভিতরে রাখা একটি ডাস্টবিনে গত সপ্তাহে শিশুটির মৃতদেহ পাওয়া যায়।
advertisement
3/9
শিশুটি কে, কে তাঁকে খুন করল? কোথা থেকেই বা এল এই দেহ? ঘটনার তদন্ত করতে নেমে বিষয়টির শিকড় পৌঁছে যায় গুজরাতে৷
শিশুটি কে, কে তাঁকে খুন করল? কোথা থেকেই বা এল এই দেহ? ঘটনার তদন্ত করতে নেমে বিষয়টির শিকড় পৌঁছে যায় গুজরাতে৷
advertisement
4/9
গত ২১ অগাস্ট, গুজরাতের সুরাত শহরের গণেশপুরা এলাকার বাসিন্দা এক মহিলা আমরোলি থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগে জানান, তাঁর বড় বোনের ছেলে বিকাশ শাহ তাঁর তিন বছরের ছেলেকে অপহরণ করেছে।
গত ২১ অগাস্ট, গুজরাতের সুরাত শহরের গণেশপুরা এলাকার বাসিন্দা এক মহিলা আমরোলি থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযোগে জানান, তাঁর বড় বোনের ছেলে বিকাশ শাহ তাঁর তিন বছরের ছেলেকে অপহরণ করেছে।
advertisement
5/9
পুলিশ জানিয়েছে যে, তদন্তের সময় তাঁরা একটি সিসিটিভি ফুটেজ পান যেখানে বিহারের বাসিন্দা বিকাশ শাহকে ছেলেটির সাথে মুম্বইগামী ট্রেনে উঠতে দেখা গেছে। ২৩শে আগস্ট, এলটিটিতে একটি ট্রেনের টয়লেটে সই শিশুটির মৃতদেহ পাওয়া যায়৷ তারপরেও নিখোঁজ ছিল বিকাশ শাহ।
পুলিশ জানিয়েছে যে, তদন্তের সময় তাঁরা একটি সিসিটিভি ফুটেজ পান যেখানে বিহারের বাসিন্দা বিকাশ শাহকে ছেলেটির সাথে মুম্বইগামী ট্রেনে উঠতে দেখা গেছে। ২৩শে আগস্ট, এলটিটিতে একটি ট্রেনের টয়লেটে সই শিশুটির মৃতদেহ পাওয়া যায়৷ তারপরেও নিখোঁজ ছিল বিকাশ শাহ।
advertisement
6/9
বিকাশের মোবাইল ফোনে নজরদারি চালিয়ে, মুম্বইয়ের বান্দ্রা, কুরলা এবং দাদর এলাকায় তাঁর লোকেশন পাওয়া যায়। পুলিশ বিভিন্ন দল গঠন করেসোমবার সন্ধ্যায়, অবশেষে তাকে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) থেকে গ্রেফতার করে।
বিকাশের মোবাইল ফোনে নজরদারি চালিয়ে, মুম্বইয়ের বান্দ্রা, কুরলা এবং দাদর এলাকায় তাঁর লোকেশন পাওয়া যায়। পুলিশ বিভিন্ন দল গঠন করে
সোমবার সন্ধ্যায়, অবশেষে তাকে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) থেকে গ্রেফতার করে।
advertisement
7/9
পুলিশের মতে, বিকাশ শাহ বিহারের সিওয়ান জেলার বাসিন্দা এবং ২০২৫ সালের এপ্রিলে তার জন্মস্থানে ফিরে আসার আগে সৌদি আরব, কাতার এবং কুয়েতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বেকার থাকায়, প্রায় ১৫ দিন আগে কাজের সন্ধানে তিনি তাঁর মায়ের সাথে সুরাতে যান এবং আমরোলিতে তাঁর মাসির বাড়িতে থাকতে শুরু করেন।
পুলিশের মতে, বিকাশ শাহ বিহারের সিওয়ান জেলার বাসিন্দা এবং ২০২৫ সালের এপ্রিলে তার জন্মস্থানে ফিরে আসার আগে সৌদি আরব, কাতার এবং কুয়েতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বেকার থাকায়, প্রায় ১৫ দিন আগে কাজের সন্ধানে তিনি তাঁর মায়ের সাথে সুরাতে যান এবং আমরোলিতে তাঁর মাসির বাড়িতে থাকতে শুরু করেন।
advertisement
8/9
কিন্তু যেহেতু বিকাশ কোনও কাজ করছিল না, তাই তার মাসি তাকে চাকরি খুঁজতে বরে বারবার বিরক্ত করতে শুরু করে এবং অন্য কোথাও চলে যেতে বলে। এই ক্রমাগত কটূক্তিতে বিরক্ত হয়ে, শাহ মাসির ছেলেকে অপহরণ করে এবং ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে তাঁর মৃতদেহ এক্সপ্রেস ট্রেনে ফেলে দেয়।
কিন্তু যেহেতু বিকাশ কোনও কাজ করছিল না, তাই তার মাসি তাকে চাকরি খুঁজতে বরে বারবার বিরক্ত করতে শুরু করে এবং অন্য কোথাও চলে যেতে বলে। এই ক্রমাগত কটূক্তিতে বিরক্ত হয়ে, শাহ মাসির ছেলেকে অপহরণ করে এবং ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে তাঁর মৃতদেহ এক্সপ্রেস ট্রেনে ফেলে দেয়।
advertisement
9/9
সুরাত পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে অভিযুক্ত বিকাশ কুমার শাহ (৩০) অপরাধ স্বীকার করেছে৷
সুরাত পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে অভিযুক্ত বিকাশ কুমার শাহ (৩০) অপরাধ স্বীকার করেছে৷
advertisement
advertisement
advertisement