GST 2.0 New Rule: শুধু মাথার তেল-শ্যাম্পুই নয়... Student দেরও হল বড় লাভ! GST 2.0 নতুন নিয়মে বিরাট ছাড়, জানুন কিসে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এয়ার কন্ডিশনার, বড় টেলিভিশন, মনিটর, প্রজেক্টর এবং ডিশওয়াশার সহ ভোগ্যপণ্যের দাম ২৮% থেকে কমে ১৮% হয়েছে, যার ফলে বড় যন্ত্রপাতি আরও সাশ্রয়ী মূল্যের হয়ে উঠবে।
‘ঐতিহাসিক দীপাবলি গিফ্ট’৷ GST 2.0 -কে এভাবেই নামাঙ্কিত করছে কেন্দ্রীয় সরকার৷ নতুন GST আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে৷ এই নতুন প্রক্রিয়ায় চারটি স্ল্যাবের GST -র বদলে তা নামিয়ে আনা হয়েছে মাত্র দু’টি স্ল্যাবে৷ 5% এবং 18%৷ তবে বিলাসবহুল দ্রব্য এবং সিন গুডসের উপরে 40% জিএসটি ধার্য করা হয়েছে৷ এতে উৎসবের মরসুমের আগে সার্বিক ভাবে ভারতের বাজার চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে৷
advertisement
মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, বাথরুমের সাবান, শেভিং ক্রিম এবং টুথব্রাশের মতো প্রতিদিনের দ্রব্য এবার ১৮ শতাংশের বদলে পড়ছে ৫ শতাংশের স্ল্যাবে৷ এছাড়া, মাখন, ঘি, চিজ, নোনতা খাবার, দুগ্ধজাত দ্রব্য, বাসনপত্র ইত্যাদিও ১২ শতাংশের বদলে এবার থেকে পড়ছে ৫ শতাংশের স্ল্যাবে৷ বাচ্চাদের দুধের বোতল, ক্লিনিকাল ডায়াপার এবং সেলাই মেশিনও চলে যাচ্ছে ৫ শতাংশের স্ল্যাবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement