গোলাপের পাপড়িতে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান। এতে ত্বক হাইড্রেট করে। ফেস প্যাক হিসেবে গোলাপের পাপড়ির ব্যবহার খুবই উপকারী। দেখে নেওয়া যাক কী ভাবে মুখে লাগানো যেতে পারে গোলাপের পাপড়ি, যা এক নিমেষে মুখে নিয়ে আসবে গোলাপি আভা।আজ রোজ ডে আর সামনেই আসছে , তাই ডেটে যাওয়ার আগে একটা ফেসপ্যাক ব্যবহার করতে আর কতটুকুই সময় লাগবে।
গোলাপ, দুধ এবং চন্দন— দুধ ক্লিনজার হিসেবে কাজ করে এবং চন্দনের গুঁড়ো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ত্বককে সতেজ করে। ২টি তাজা গোলাপ থেকে পাপড়ি পিষে নিতে হবে। এর সঙ্গে দু টেবিল চামচ চন্দনগুঁড়ো এবং প্রয়োজন মতো কাঁচা দুধ মিশিয়ে নিতে হবে। মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি সম্পূর্ণ শুকিয়ে যায়। পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলতে হবে।
নারকেল দুধ, অলিভ অয়েল ও গোলাপ পাপড়ি— স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডে ভরপুর নারকেলের দুধ ত্বকের আর্দ্রতা বজায় রাখতে খুবই সহায়ক। নারকেল দুধ এবং অলিভ অয়েল উভয়ই ভিটামিন ই সমৃদ্ধ, ফলে তা ত্বকের জন্য দারুন উপকারী। পাশাপাশি এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে কিছুটা রক্ষা করে।গোলাপের পাপড়ি পিষে ৪ টেবিল চামচ নারকেল দুধ এবং ২ টেবিল চামচ অলিভ মিশিয়ে মুখে লাগাতে হবে। পরে ধুয়ে ফেলতে হবে জল দিয়ে।