advertisement

Thyroid Cancer Symptoms: ঘাড়ে ফোলাভাব...থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী কী? কখন যাবেন চিকিৎসকের কাছে? জেনে নিন

Last Updated:
Thyroid Cancer Symptoms: থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী কী? কী ভাবে বুঝবেন শরীরের থাইরয়েড গ্রন্থিতে বাসা বেধেছে কর্কট রোগ? সতর্কতা স্বরূপ কখন যাবেন চিকিৎসকের কাছে? জেনে নিন থাইরয়েড ক্যানসারের লক্ষণ৷
1/6
থাইরয়েড ক্যানসার তখন ঘটে যখন অস্বাভাবিক থাইরয়েড কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, প্রায়ই ঘাড়ে একটি পিণ্ড বা নোডিউল তৈরি করে। যদিও বেশিরভাগ থাইরয়েড নোডিউল নিয়ে উদ্বেগ থাকে না, তবে একটি কম শতাংশ মারাত্মক হতে পারে। প্যাপিলারি থাইরয়েড ক্যানসারের প্রাথমিকভাবে চিকিৎসা করা হলে একটি চমৎকার পূর্বাভাস পাওয়া যায়।
থাইরয়েড ক্যানসার তখন ঘটে যখন অস্বাভাবিক থাইরয়েড কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, প্রায়ই ঘাড়ে একটি পিণ্ড বা নোডিউল তৈরি করে। যদিও বেশিরভাগ থাইরয়েড নোডিউল নিয়ে উদ্বেগ থাকে না, তবে একটি কম শতাংশ মারাত্মক হতে পারে। প্যাপিলারি থাইরয়েড ক্যানসারের প্রাথমিকভাবে চিকিৎসা করা হলে একটি চমৎকার পূর্বাভাস পাওয়া যায়।
advertisement
2/6
 থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী কী? কী ভাবে বুঝবেন শরীরের থাইরয়েড গ্রন্থিতে বাসা বেধেছে কর্কট রোগ? সতর্কতা স্বরূপ কখন যাবেন চিকিৎসকের কাছে? জেনে নিন থাইরয়েড ক্যানসারের লক্ষণ৷ বলছেন চিকিৎসক রাজেশ জৈন৷
থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী কী? কী ভাবে বুঝবেন শরীরের থাইরয়েড গ্রন্থিতে বাসা বেধেছে কর্কট রোগ? সতর্কতা স্বরূপ কখন যাবেন চিকিৎসকের কাছে? জেনে নিন থাইরয়েড ক্যানসারের লক্ষণ৷ বলছেন চিকিৎসক রাজেশ জৈন৷
advertisement
3/6
ঘাড়ে কোনও লাম্প বা মাংসপিণ্ড হলে সতর্ক হোন৷ অবহেলা না করে শুরুর দিকেই চিকিৎসকের কাছে যান৷ ক্রমাগত কণ্ঠস্বর কর্কশ হলে বা কণ্ঠস্বরের পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিন৷
ঘাড়ে কোনও লাম্প বা মাংসপিণ্ড হলে সতর্ক হোন৷ অবহেলা না করে শুরুর দিকেই চিকিৎসকের কাছে যান৷ ক্রমাগত কণ্ঠস্বর কর্কশ হলে বা কণ্ঠস্বরের পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিন৷
advertisement
4/6
খাবার খেতে সমস্যা হলে সচেতন হোন৷ হতেই পারে এর পিছনে আছে বড় জটিল কারণ৷ তাই খাবার গিলতে কোনও অসুবিধে হলে চিকিৎসকের কাছে যান৷ কারণ থাইরয়েড ক্যানসারের এটাও বড় উপসর্গ৷ শ্বাস প্রশ্বাসে চাপ লাগলেও থাইরয়েড নিয়ে সতর্ক হোন৷
খাবার খেতে সমস্যা হলে সচেতন হোন৷ হতেই পারে এর পিছনে আছে বড় জটিল কারণ৷ তাই খাবার গিলতে কোনও অসুবিধে হলে চিকিৎসকের কাছে যান৷ কারণ থাইরয়েড ক্যানসারের এটাও বড় উপসর্গ৷ শ্বাস প্রশ্বাসে চাপ লাগলেও থাইরয়েড নিয়ে সতর্ক হোন৷
advertisement
5/6
কোনও কারণে ঘাড়ে চাপ অনুভূত হলে অবহেলা করবেন না৷ সেটাও হতে পারে থাইরয়েডে ক্যানসারের পূর্বাভাস৷ পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে, বিশেষত থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হওয়ার নজির থাকলে ঝুঁকি বেড়ে যায়৷ তাই সতর্কতা নিন৷
কোনও কারণে ঘাড়ে চাপ অনুভূত হলে অবহেলা করবেন না৷ সেটাও হতে পারে থাইরয়েডে ক্যানসারের পূর্বাভাস৷ পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে, বিশেষত থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হওয়ার নজির থাকলে ঝুঁকি বেড়ে যায়৷ তাই সতর্কতা নিন৷
advertisement
6/6
প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে থাইরয়েড ক্যানসার সবচেয়ে নিয়ন্ত্রণযোগ্য ক্যানসার গুলির মধ্যে একটি। ‘ঝুঁকিপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সচেতনতা এবং লক্ষণগুলির দ্রুত মূল্যায়ন আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার,’ ডাঃ রাজেশ কুমার জৈন বলেন। আপনার শরীরের প্রতি মনোযোগ দেওয়া এবং সময়মত চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়া বড় পার্থক্য আনতে পারে।
প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে থাইরয়েড ক্যানসার সবচেয়ে নিয়ন্ত্রণযোগ্য ক্যানসার গুলির মধ্যে একটি। ‘ঝুঁকিপূর্ণ বিষয়গুলি সম্পর্কে সচেতনতা এবং লক্ষণগুলির দ্রুত মূল্যায়ন আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার,’ ডাঃ রাজেশ কুমার জৈন বলেন। আপনার শরীরের প্রতি মনোযোগ দেওয়া এবং সময়মত চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়া বড় পার্থক্য আনতে পারে।
advertisement
advertisement
advertisement