স্কুলজীবন যে কোনও শিশুর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ৷ কিন্তু স্কুলজীবন যাতে মসৃণ হয়ে ওঠে তার জন্য একাধিক বিষয়ে নজর দেওয়ার দরকার৷
2/ 8
দু’ বছর পর ফের স্কুলে যাচ্ছে বাচ্চারা৷ আর যে সব সবে স্কুলের চৌকাঠ পার হল, তাদের জন্যেও নতুন চ্যালেঞ্জ হাজির৷ তাই স্কুলে যাওয়ার আগে কিছু বিষয় ভাল করে মনে করিয়ে দিন৷
3/ 8
পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ খুবই গুরুত্বপূর্ণ৷ স্কুলে বাড়ির মতো পরিবেশ পাওয়া যায় না৷ তাই কিছুটা বাড়তি সতর্কতা নিতেই হবে৷ সংক্রমণ এড়াতে ওয়াশরুম ট্রেনিং রপ্ত করান সন্তানকে৷ ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্যেও বলুন৷
4/ 8
দলগত ভাবে কাজ করার খুঁটিনাটিও শিখিয়ে দেয় স্কুলজীবন৷ দলগত ভাবে থাকার জন্য কিছু বৈশিষ্ট্য দরকার৷ সেগুলি আয়ত্ত করা যায় এই সময়েই৷ তাই বাচ্চাকে শেখান সহপাঠীদের সঙ্গে ঝগড়া না করে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখতে৷
5/ 8
স্কুলে যাওয়ার আগেই অভিভাবকরা অনেক সময় বাচ্চাকে অ্যালফাবেট ও সংখ্যা গুনতে শিখিয়ে দেন৷ তার থেকেও গুরুত্বপূর্ণ হল বডি পার্টস, রং, পশুপাখির নামের মতো জিনিস শেখানো৷
6/ 8
হতেই পারে বাড়িতে আপনি আপনার বাচ্চাকে আপনি খাইয়ে দেন৷ কিন্তু স্কুলে সেই সুবিধে সে পাবে না৷ তাই সবথেকে ভাল হয় স্কুলজীবন শুরুর আগে বাচ্চা যেন নিজে খেতে শিখে যায়৷ খাওয়ার আগে হাত ধুতে অবশ্যই শেখাবেন৷
7/ 8
স্কুলজীবনের সহবতের শুরুর দিকের পাঠ দিন বাড়িতেই৷ শিক্ষক-শিক্ষিকারা তো শেখাবেনই৷ আপনি অন্তত এটুকু বলুন যে ভুল করলে যেন সে ‘সরি’ বলে৷ পাশাপাশি, কখন থ্যাঙ্ক ইউ কখন বলবে, বুঝিয়ে দিন৷
8/ 8
বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে শিখিয়ে দিন সুস্পর্শ কুস্পর্শের পার্থক্য৷ এখন অনেক স্কুলেও এ সব শেখানো হচ্ছে৷ আপনিও বাড়িতে এই টার্মের সঙ্গে পরিচিত করুন সন্তানকে৷