গ্রীষ্মে যতই গরম থাক না কেন, আমপ্রেমীদের জন্য এই সময়টি সবচেয়ে বেশি আনন্দের৷ কাঁচা, মিষ্টি গন্ধযুক্ত আম থেকে মিষ্টি রসালো সব ধরনের আমই এখন বাজারে দেখা যাচ্ছে। ভারতীয়রা যে কোনও ফলের মধ্যে আম বেশি পছন্দ করেন৷ বিভিন্ন আমের প্রতি রয়েছে আসক্তি৷ কেউ হিমসাগর ভালবাসেন তো কেউ ল্যাংরা৷ আবার আলফানসো আছে৷ রয়েছে গোলাপখাস৷