Saif Ali Khan Net Worth: কুবেরের ধন বললেও কম! কত টাকার সম্পত্তির মালিক সইফ আলি খান? গ্যারেজে কোন কোন গাড়ি? জানলে অবিশ্বাস্য মনে হবে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Saif Ali Khan Net Worth: সইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি। সইফ এবং করিনার মিলিয়ে সম্পত্তির পরিমান ১৬০০ কোটি টাকার কিছু বেশি।
advertisement
advertisement
*সইফ আলি খান পতৌদি পরিবারের বর্তমান নবাব। সিএনবিসি টিভি ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, সাইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি। সইফ এবং করিনার মিলিয়ে সম্পত্তির পরিমান ১৬০০ কোটি টাকার কিছু বেশি। এই অর্থের মধ্যে রয়েছে সিনেমা থেকে প্রাপ্ত অর্থ, ব্র্যান্ড প্রমোশন, ইনভেস্টমেন্ট, বিজনেস ভেঞ্চার। সংগৃহীত ছবি।
advertisement
*বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সইফ আলি খান প্রতি ছবির জন্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য ১ থেকে ৫ কোটি টাকা। ২০২২ সালে ফোর্বসের একটি সাক্ষাৎকারে, সাইফ আলি খান প্রকাশ করেছিলেন কিছু ব্যবসায়িক উদ্যোগেও বিনিয়োগ করে তাঁর সম্পত্তি বৃদ্ধি করেছেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*পতৌদি পরিবারের শাসক ইফতিখার আলী খান, পতৌদির অষ্টম নবাব ইফতিখার আলী খান তার স্ত্রীকে বিয়ে করার পরে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। ১০ একর জমির ওপর এই পতৌদি প্যালেসের মূল্য ৮০০ কোটি টাকা। প্যালেসে সাতটি বেডরুম, ৭টি ড্রেসিং রুম, ৭টি লাউঞ্জ, ৭টি বিলিয়ার্ড রুম, একাধিক ডাইনিং রুম, ড্রয়িং রুম-সহ আরও অনেক কিছু রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
