পরে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে ব্রিটিশ কমেডি সিরিজ ডক মার্টিন দেখার সময় ABS সম্পর্কে জানতে পারেন। এই শোতে ABS নিয়ে একটি অনুষ্ঠান হয়। নিক জানিয়েছেন, তিনি ABS নিয়ন্ত্রণের চেষ্টা করেন যথাসাধ্য। কেক কম খান, কার্বোহাইট্রেড-যুক্ত খাবার কম খান। এমনকি কিটো ডায়েটও করেন। তিনি বলেন, আমি যে কোনও মুহূর্তে নেশাগ্রস্ত হয়ে পড়তে পারি। ফলে এটা খুবই চাপের বিষয়।