Life Hacks: শীতে মোজা পরলেই পায়ে বোঁটকা দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসছে? বড় রোগ থেকে বাঁচতে জানুন

Last Updated:
Life Hacks: ডায়াবেটিস বা কিডনির সমস্যা থেকেও হতে পারে পায়ে দুর্গন্ধ। কীভাবে বাঁচবেন জানুন...
1/8
জুতো মোজা পরলে শীতকালে পায়ে বেশি দুর্গন্ধ হয়। এছাড়াও যদি জুতো ভেজা থাকে আর আপনি তা পায়ে গলিয়ে নেন সেখান থেকেও হতে পারে এই দুর্গন্ধের সমস্যা। শুধু তাই নয়, এই গন্ধের কারণও কিন্তু হতে পারে অন্য একাধিক শারীরিক সমস্যা।
জুতো মোজা পরলে শীতকালে পায়ে বেশি দুর্গন্ধ হয়। এছাড়াও যদি জুতো ভেজা থাকে আর আপনি তা পায়ে গলিয়ে নেন সেখান থেকেও হতে পারে এই দুর্গন্ধের সমস্যা। শুধু তাই নয়, এই গন্ধের কারণও কিন্তু হতে পারে অন্য একাধিক শারীরিক সমস্যা।
advertisement
2/8
ডায়াবেটিস বা কিডনির সমস্যা থেকেও হতে পারে পায়ে দুর্গন্ধ। পায়ে ঘাম হলে তা জুতো ও মোজায় আটকে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে যায়। সেখান থেকে দুর্গন্ধযুক্ত প্রোপিওনিক অ্যাসিড তৈরি করে। যা প্রোপিওনিব্যাকটেরিয়ার দ্বারা অ্যামিনো অ্যাসিড ভেঙে যাওয়ার পর গঠিত হয়। যা পায়ের গন্ধের কারণ হতে পারে। কীভাবে বাঁচবেন?
ডায়াবেটিস বা কিডনির সমস্যা থেকেও হতে পারে পায়ে দুর্গন্ধ। পায়ে ঘাম হলে তা জুতো ও মোজায় আটকে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে যায়। সেখান থেকে দুর্গন্ধযুক্ত প্রোপিওনিক অ্যাসিড তৈরি করে। যা প্রোপিওনিব্যাকটেরিয়ার দ্বারা অ্যামিনো অ্যাসিড ভেঙে যাওয়ার পর গঠিত হয়। যা পায়ের গন্ধের কারণ হতে পারে। কীভাবে বাঁচবেন?
advertisement
3/8
সোনার চেন বা দড়িতে গিঁট পড়ে গিয়েছে? সেটা ছাড়াতে পারছেন না? কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিন। এ বার সেই গিঁট খোলার চেষ্টা করুন। অতি সহজে খুলে ফেলতে পারবেন।
সোনার চেন বা দড়িতে গিঁট পড়ে গিয়েছে? সেটা ছাড়াতে পারছেন না? কর্নফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিন। এ বার সেই গিঁট খোলার চেষ্টা করুন। অতি সহজে খুলে ফেলতে পারবেন।
advertisement
4/8
বিউটিশিয়ান কেয়া দত্ত বলেন, চুলের জট ছাড়াতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। চুলের জটে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন। সেটি শুকিয়ে নিন। এর পরে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। শুকনো কর্নফ্লাওয়ার ঝরে যাবে, একই সঙ্গে জটও খুলে যাবে।
বিউটিশিয়ান কেয়া দত্ত বলেন, চুলের জট ছাড়াতেও কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। চুলের জটে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন। সেটি শুকিয়ে নিন। এর পরে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। শুকনো কর্নফ্লাওয়ার ঝরে যাবে, একই সঙ্গে জটও খুলে যাবে।
advertisement
5/8
জানালার কাচ ময়লা হয়েছে? ভাবছেন, কী ভাবে পরিষ্কার করবেন? ময়লা কাচে খানিকটা কর্নফ্লাওয়ার লাগিয়ে নিন। তার পরে ভেজা কাপড় দিয়ে ভাল করে মুছে নিলেই কিন্তু ঝকঝকে হয়ে যাবে কাচ।
জানালার কাচ ময়লা হয়েছে? ভাবছেন, কী ভাবে পরিষ্কার করবেন? ময়লা কাচে খানিকটা কর্নফ্লাওয়ার লাগিয়ে নিন। তার পরে ভেজা কাপড় দিয়ে ভাল করে মুছে নিলেই কিন্তু ঝকঝকে হয়ে যাবে কাচ।
advertisement
6/8
পোকা কামড়েছে? বা রোদে বেরিয়ে ত্বক জ্বালা করছে? কর্নফ্লাওয়ারের সঙ্গে অল্প জল মিশিয়ে সেই জায়গায় লাগিয়ে নিন। প্রদাহ কমবে। এর পরে হালকা গরম জল দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। তাতেই হবে মু‌শকিল আসান।
পোকা কামড়েছে? বা রোদে বেরিয়ে ত্বক জ্বালা করছে? কর্নফ্লাওয়ারের সঙ্গে অল্প জল মিশিয়ে সেই জায়গায় লাগিয়ে নিন। প্রদাহ কমবে। এর পরে হালকা গরম জল দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। তাতেই হবে মু‌শকিল আসান।
advertisement
7/8
জুতো পরলে অনেকেরই পায়ে দুর্গন্ধ হয়। জুতো পরার আগে তার ভিতরে অল্প কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন। বা মোজার মধ্যে কিছুটা দিয়ে দিতে পারেন। তাতে পায়ে আর দুর্গন্ধ হবে না।
জুতো পরলে অনেকেরই পায়ে দুর্গন্ধ হয়। জুতো পরার আগে তার ভিতরে অল্প কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন। বা মোজার মধ্যে কিছুটা দিয়ে দিতে পারেন। তাতে পায়ে আর দুর্গন্ধ হবে না।
advertisement
8/8
এ ছাড়া ফোস্কা পড়লেও তা কমিয়ে দিতে পারে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। অল্প জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। সেটি ফোস্কার উপরে লাগিয়ে নিন। তার পরে জল দিয়ে ধুয়ে নিন। দ্রুত কমে যাবে ফোস্কা। কর্নফ্লাওয়ার ব্যাক্টেরিয়া সংক্রমণও আটকে দেবে।
এ ছাড়া ফোস্কা পড়লেও তা কমিয়ে দিতে পারে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। অল্প জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। সেটি ফোস্কার উপরে লাগিয়ে নিন। তার পরে জল দিয়ে ধুয়ে নিন। দ্রুত কমে যাবে ফোস্কা। কর্নফ্লাওয়ার ব্যাক্টেরিয়া সংক্রমণও আটকে দেবে।
advertisement
advertisement
advertisement