Knowledge Story: রক্ত লাল অথচ হাতের শিরা নীল...! কেন বলুন দেখি? চমকে যাবেন কারণ শুনলে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: শরীরে এমন অনেক জিনিস রয়েছে যা স্বাভাবিক দেখায়, তবে তাদের পিছনের যুক্তিটি বেশ অবাক করার মতো। আপনি কি কখনও আপনার হাতের শিরা লক্ষ্য করেছেন? এই শিরায় লাল রক্ত সবসময় বয়ে যেতে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রক্তের রং নীল বা কালো নয়: ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ক্লেবার ফার্ট্রিনের মতে, শরীরের সমস্ত টিস্যুতে অর্থাৎ সমস্ত অঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়ার পর এই রক্ত আবার ফুসফুসে ফিরে যায়। তারপরও এই রক্ত লালই থাকে। এর স্পষ্ট অর্থ হলো মানুষের রক্তের রং কখনই নীল বা কালো হয় না। শুধু ছায়া বদলায়।
advertisement
advertisement