KKR News: আর ওপেন করবেন না নারিন? কেকেআরে এল নতুন বিধ্বংসী ওপেনার

Last Updated:
Kolkata Knight Riders: নিলামের মঞ্চেও একের পর এক চমক দিচ্ছে নাইটরা। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানার মত তারকাদের কেনার পাশাপাশি ওপেনিং ও উইকেট কিপিরারে সমস্যাও মিটিয়ে নিয়েছে কলকাতা।
1/6
আইপিএল ২০২৬ নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছে কেকেআর। নিলামের মঞ্চেও একের পর এক চমক দিচ্ছে নাইটরা। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানার মত তারকাদের কেনার পাশাপাশি ওপেনিং ও উইকেট কিপিরারে সমস্যাও মিটিয়ে নিয়েছে কলকাতা।
আইপিএল ২০২৬ নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছে কেকেআর। নিলামের মঞ্চেও একের পর এক চমক দিচ্ছে নাইটরা। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানার মত তারকাদের কেনার পাশাপাশি ওপেনিং ও উইকেট কিপিরারে সমস্যাও মিটিয়ে নিয়েছে কলকাতা।
advertisement
2/6
গতবার নিলামের আগে ফিল সল্টকে ছাড়ার খেসারত দিতে হয়েছিল কেকেআরকে। ২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল সল্ট ও নারিনের ওপেনিং জুটির সাফল্য।
গতবার নিলামের আগে ফিল সল্টকে ছাড়ার খেসারত দিতে হয়েছিল কেকেআরকে। ২০২৪ সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল সল্ট ও নারিনের ওপেনিং জুটির সাফল্য।
advertisement
3/6
২০২৫ সালে নারিন ও রাহানে, কখনও নারিন-ডিকক ওপেন করলেও তেমন সাফল্য আসেনি। ফলে মরশুমও ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। এবার নিলামে যে কেকেআর একজন ভাল ওপেনার খোঁজ করবে তা জানাই ছিল।
২০২৫ সালে নারিন ও রাহানে, কখনও নারিন-ডিকক ওপেন করলেও তেমন সাফল্য আসেনি। ফলে মরশুমও ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। এবার নিলামে যে কেকেআর একজন ভাল ওপেনার খোঁজ করবে তা জানাই ছিল।
advertisement
4/6
নিলামে নিউজিল্যান্ডের মারকাটারি টি-২০ ব্যাটার ফিন অ্যালেনকে ২ কোটি টাকার বেস প্রাইজে দলে নেয় কেকেআর। আন্তর্জাতিক মঞ্চে ফিন অ্যালেন পরিচিত নাম হলেও তিনি আইপিএলে সে ভাবে সাড়া জাগাতে পারেননি।
নিলামে নিউজিল্যান্ডের মারকাটারি টি-২০ ব্যাটার ফিন অ্যালেনকে ২ কোটি টাকার বেস প্রাইজে দলে নেয় কেকেআর। আন্তর্জাতিক মঞ্চে ফিন অ্যালেন পরিচিত নাম হলেও তিনি আইপিএলে সে ভাবে সাড়া জাগাতে পারেননি।
advertisement
5/6
মেজর লিগ ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহক তিনি। ২০২৩, ২০২৪ ও ২০২৫ মরশুমে তিনি মেজর লিগ ক্রিকেট খেলেছেন। সেখানে তাঁর প্রতি মরশুমে রান যথাক্রমে ৩৩৩, ৩০৬ ও ৭৫। প্রথম মরশুমে ২২৫ স্ট্রাইক রেটের বেশি ছিল তাঁর।
মেজর লিগ ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রাহক তিনি। ২০২৩, ২০২৪ ও ২০২৫ মরশুমে তিনি মেজর লিগ ক্রিকেট খেলেছেন। সেখানে তাঁর প্রতি মরশুমে রান যথাক্রমে ৩৩৩, ৩০৬ ও ৭৫। প্রথম মরশুমে ২২৫ স্ট্রাইক রেটের বেশি ছিল তাঁর।
advertisement
6/6
ফলে কেকেআরের ওপেনে সমস্যার মেটার পাশাপাশি কিপিংয়ের সমস্যাও মিটে গিয়েছে। নারিনের ব্যাটিং শক্তি আগের থেকে অনেকটা কমেছে। ফলে এবার ফিন অ্যালেনের সঙ্গে অজিঙ্কে রাহানে কেকেআরের ইনিংস শুরু করতে পারে।
ফলে কেকেআরের ওপেনে সমস্যার মেটার পাশাপাশি কিপিংয়ের সমস্যাও মিটে গিয়েছে। নারিনের ব্যাটিং শক্তি আগের থেকে অনেকটা কমেছে। ফলে এবার ফিন অ্যালেনের সঙ্গে অজিঙ্কে রাহানে কেকেআরের ইনিংস শুরু করতে পারে।
advertisement
advertisement
advertisement