RG Kar Case: আরজি কর দুর্নীতি মামলা, হাজিরা এড়িয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
RG Kar Case: কলকাতা হাইকোর্টে দ্বারস্থ আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি, তাই আজ সিবিআই আদালতে হাজিরা এড়ালেন। সম্প্রতি আরজি কর দুর্নীতি মামলায় আখতার আলিকে অভিযুক্ত করে সিবিআই চার্জশিট পেশ করেছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে।
কলকাতাঃ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি, তাই আজ সিবিআই আদালতে হাজিরা এড়ালেন। সম্প্রতি আরজি কর দুর্নীতি মামলায় আখতার আলিকে অভিযুক্ত করে সিবিআই চার্জশিট পেশ করেছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে।
সিবিআই আদালতে আখতার আলি ও শশীকান্ত চন্দককে সশরীরে হাজিরা দিতে নির্দেশ সমন পাঠানো হয়েছিল। শশীকান্ত চন্দক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন। গরহাজির থাকলেন আখতার।আখতারের আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁর মক্কেল হাইকোর্টে আবেদন করেছেন। ১৯ ডিসেম্বর সেখানে শুনানি আছে।
advertisement
advertisement
আলিপুর আদালতের নির্দেশ ২৩ ডিসেম্বর আদালতে সশরীরে হাজিরা দিতে হবে আখতার আলিকে। আখতার আলি বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে আগাম জামিন মামলা করতে চেয়ে দৃষ্টি আকর্ষণ করে। আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি দ্রুত মামলার শুনানির প্রয়োজনীয়তা তুলে ধরেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। সিবিআই কোর্টে জানিয়েছে ১৯ ডিসেম্বর হাইকোর্টে শুনানি রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 16, 2025 4:58 PM IST







