Weekend Trip: বোলপুর গেলেও 'এই' জায়গাটা মিস হয়ে গিয়েছে নিশ্চই? ১৫ অগাস্টের ছোট্ট ছুটিতে ঘুরে আসুন এই রাজবাড়ি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Weekend Trip: বোলপুরে এমন একটা জায়গা রয়েছে, যাকে কেন্দ্র জড়িয়ে রয়েছে ইতিহাস আর নানান আজনা কাহিনি। বোলপুর শহরের ইলামবাজারের কাছে রয়েছে রাইপুর গ্রাম। এই গ্রামের মূল আকর্ষণ রাইপুর রাজবাড়ি। এই পরিত্যক্ত রাজবাড়ি আপনার শান্তিনিকেতন ট্রিপের অংশ হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*রায়পুর এলাকার এক বাসিন্দা অঙ্কুশ দাস জানান, ২০১৮ সাল থেকে রায়পুর যুব সংঘ যারা বর্তমানে স্থানীয় সিংহ পরিবারের সদস্য এবং এই যে বিভিন্ন অংশ অর্থাৎ সাত বিঘা জমির মধ্যে যাদের যাদের মালিকাধীন রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এই ভগ্ন প্রায় রাজবাড়ির পরিবেশগত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে রায়পুর যুব সংঘ এই ভগ্নপ্রায় বাড়িটি সংস্কারের চেষ্টা করছে। আগামী দিনে এই রাজবাড়ীটিকে মিউজিয়ামে পরিবর্তন করার চেষ্টা চালান হচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
*প্রতিদিন এখানে পর্যটক দের ভিড় থাকে তবে মূলত শনি এবং রবিবার পর্যটকদের ভিড় থাকে বেশি। তবে আপনি এখানে ঘুরতে এলে আপনাদের থাকতে হবে শান্তিনিকেতন কিংবা বোলপুরের যে কোনও লজে। তবে এই জমিদার বাড়িতে প্রবেশ করতে আপনাকে কোনও টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এই জমিদার বাড়ি আপনি ঘুরে যেতে পারেন। সংগৃহীত ছবি।
