কিছু খেলেই চোঁয়া ঢেকুর ওঠে? মেনে চলুন ৭টা টিপস, গ্যাস-অম্বলকে বিদায় বলুন চিরতরে
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পেট ফাঁপা, বুক ও গলা জ্বালা, বদহজম, চোঁয়া ঢেকুরে জীবন জেরবার! মূলত হজমের সমস্যা থেকেই দেখা দেয় অ্যাসিডিটি! মুঠোমুঠো অ্যান্টাসিড খেতে হবে না, এই কয়েকটা ঘরোয়া টোটকায় আরাম পাবেন মুহূর্তেই
আজকাল অ্যাসিডিটির সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মূলত অনিয়মিত খাওয়ার রুটিন, অনিয়মিত ঘুম, ভাজাভুজি, জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত খাবার খাওয়ার কারণেই দেখা দেয় গ্যাস্ট্রিকের সমস্যা। পেট ফাঁপা, বুক ও গলা জ্বালা, বদহজম, চোঁয়া ঢেকুরে জীবন জেরবার! মূলত হজমের সমস্যা থেকেই দেখা দেয় অ্যাসিডিটি! মুঠোমুঠো অ্যান্টাসিড খেতে হবে না, এই কয়েকটা ঘরোয়া টোটকায় আরাম পাবেন মুহূর্তেই
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ঠাণ্ডা দুধ খেলে পাকস্থলির গ্যাস্ট্রিক অ্যাসিড স্থিতিশীল হয়ে আসে। দুধে ক্যালসিয়াম রয়েছে যা পাকস্থলীতে অ্যাসিড তৈরি প্রতিরোধ করে। তাই অ্যাসিডিটির সমস্যা হলেই এক গ্লাস ঠান্ডা দুধ পান করুন। টক দইয়ে থাকা ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড জমা হওয়া প্রতিরোধ করে। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকেও শক্তিশালী করে।
advertisement








