বড় শাস্তির মুখে মোহনবাগান! দু'বছর নির্বাসনের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা!

Last Updated:

বড় শাস্তির মুখে পড়ল মোহনবাগান। ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর ম্যাচ খেলতে যায়নি তাঁরা। সেই প্রেক্ষিতেই বাংলার এই শতাব্দীপ্রাচীন ক্লাবকে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল এএফসি।

এএফসি থেকে দু বছরের জন্য নির্বাসিত মোহনবাগান
এএফসি থেকে দু বছরের জন্য নির্বাসিত মোহনবাগান
কলকাতা: বড় শাস্তির মুখে পড়ল মোহনবাগান। ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর ম্যাচ খেলতে যায়নি তাঁরা। সেই প্রেক্ষিতেই বাংলার এই শতাব্দীপ্রাচীন ক্লাবকে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল এএফসি। নির্বাসনের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও করেছে এশিয়ার ফুটবল সংস্থা।
এশিয়ান ফুটবল কাউন্সিল মোহনবাগানকে শাস্তি দেওয়ার ফলে আগামী ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসির কোনও প্রতিযোগিতা খেলতে পারবে না তাঁরা। পাশাপাশি ১ লক্ষ ৭২৯ ডলার জরিমানাও করা হয়েছে। ফলে ভারতীয় মূল্যে প্রায় ৯১ লক্ষ ৬ হাজার টাকা। এখনও পর্যন্ত সরকারিভাবে এই শাস্তি প্রসঙ্গে মোহনবাগান কোনও প্রতিক্রিয়া জানায়নি। ক্লাব সূত্রের খবর, এই শাস্তির বিরুদ্ধে শীঘ্রই আবেদন জানাতে পারে সবুজ-মেরুন।
advertisement
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেন ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনও জায়গায় খেলার কথা জানিয়েছিল মোহনবাগান। কিন্তু, সেই আবেদনে সাড়া দেয়নি এএফসি। ফলে খেলতে না যাওয়ার জন্য এএফসি জানিয়েছিল এই মরশুমের সমস্ত পয়েন্ট কেটে নেওয়া হবে। কিন্তু, বড় শাস্তি অপেক্ষা করছিলই।
advertisement
advertisement
আরও পড়ুন: চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার
বুধবার, এএফসির শৃঙ্খলারক্ষা কমিটি এবং এথিকস কমিটি জানায় মোহনবাগানকে দুই মরশুমের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তাঁদের আর্থিক জরিমানাও করা হয়েছে। এই জরিমানার মধ্যে ধরা হয়েছে এএফসি এবং সেপাহানের আর্থিক ক্ষতি।
এই শাস্তির ফলে গত দু’বছর ধরে আইএসএল চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন লিগ ট্যুরে অংশ নিতে পারবে না তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বড় শাস্তির মুখে মোহনবাগান! দু'বছর নির্বাসনের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement