Hilsa vs Prawn: ইলিশ নাকি চিংড়ি, কোনটা খেলে লুকিয়ে বাড়ে ওজন? ডার্বি শুরুর আগে জেনে নিন, নইলে বিপদ!

Last Updated:
Hilsa vs Prawn: ঘটি-বাঙাল দ্বন্দ্বে সবচেয়ে বড় প্রতীক হল ইলিশ ও চিংড়ির লড়াই। মূলত স্বাদ কোনটির বেশি, তা নিয়েই দীর্ঘদিনের বিতর্ক রয়েছে।
1/8
ঘটি-বাঙাল দ্বন্দ্বে সবচেয়ে বড় প্রতীক হল ইলিশ ও চিংড়ির লড়াই। মূলত স্বাদ কোনটির বেশি, তা নিয়েই দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। তবে বাঙালির দু'টিই বড্ড প্রিয়। ইলিশের ভাপা আর চিংড়ির মালাইকারি শুনলেই জিভে জল আসে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ঘটি-বাঙাল দ্বন্দ্বে সবচেয়ে বড় প্রতীক হল ইলিশ ও চিংড়ির লড়াই। মূলত স্বাদ কোনটির বেশি, তা নিয়েই দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। তবে বাঙালির দু'টিই বড্ড প্রিয়। ইলিশের ভাপা আর চিংড়ির মালাইকারি শুনলেই জিভে জল আসে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
দই ইলিশ, ইলিশ ভাপা, সরষে ইলিশ, পোস্ত ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, ইলিভ ভাজা, ইলিশের টক- ইলিশ মাছ দিয়ে একাধিক মাছ রান্না করা যায়। আর ডিম ভরা ইলিশ হলে তো কথাই নেই। আর গরম ভাতে চিংড়ি ভর্তা, চিংড়ি পোস্ত, সর্ষে চিংড়ি ভাপা খেতে অপূর্ব লাগে।
দই ইলিশ, ইলিশ ভাপা, সরষে ইলিশ, পোস্ত ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, ইলিভ ভাজা, ইলিশের টক- ইলিশ মাছ দিয়ে একাধিক মাছ রান্না করা যায়। আর ডিম ভরা ইলিশ হলে তো কথাই নেই। আর গরম ভাতে চিংড়ি ভর্তা, চিংড়ি পোস্ত, সর্ষে চিংড়ি ভাপা খেতে অপূর্ব লাগে।
advertisement
3/8
যে কোনও সবজির সঙ্গেও সামান্য চিংড়ি ফেলে দিলে স্বাদই বদলে যায়। তা সে ঝিঙে, কুমড়ো, পটল, ঢ্যাঁড়শ, ওল যাই হোক না কেন। তার মধ্যে একটু চিংড়ি পরলেই লোভনীয় হয়ে যায়।
যে কোনও সবজির সঙ্গেও সামান্য চিংড়ি ফেলে দিলে স্বাদই বদলে যায়। তা সে ঝিঙে, কুমড়ো, পটল, ঢ্যাঁড়শ, ওল যাই হোক না কেন। তার মধ্যে একটু চিংড়ি পরলেই লোভনীয় হয়ে যায়।
advertisement
4/8
ইলিশের স্বাদ ছাড়াও অনেক গুণ রয়েছে। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারেই কম। অন্য দিকে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কম থাকে। ফলে হার্ট থাকে সুস্থ।
ইলিশের স্বাদ ছাড়াও অনেক গুণ রয়েছে। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারেই কম। অন্য দিকে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা কম থাকে। ফলে হার্ট থাকে সুস্থ।
advertisement
5/8
সামুদ্রিক মাছে থাকা ইপিএ ও ডিএইচএ ওমেগা-থ্রি-অয়েল শরীরে ইকসিনয়েড হরমোন তৈরি রুখতে পারে। এই হরমোনের প্রভাবে রক্ত জমাট বেঁধে শিরা ফুলে যায়। ইলিশ মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। থ্রম্বসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।
সামুদ্রিক মাছে থাকা ইপিএ ও ডিএইচএ ওমেগা-থ্রি-অয়েল শরীরে ইকসিনয়েড হরমোন তৈরি রুখতে পারে। এই হরমোনের প্রভাবে রক্ত জমাট বেঁধে শিরা ফুলে যায়। ইলিশ মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালন ভাল হয়। থ্রম্বসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।
advertisement
6/8
চিংড়ির মধ্যে থাকে ম্যাগনেশিয়াম। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও চিংড়ি মাছে থাকে সেলেনিয়াম, যা ক্যানসার কোষের বৃদ্ধি ঠেকায়। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
চিংড়ির মধ্যে থাকে ম্যাগনেশিয়াম। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও চিংড়ি মাছে থাকে সেলেনিয়াম, যা ক্যানসার কোষের বৃদ্ধি ঠেকায়। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
advertisement
7/8
তবে সমস্যা একটাই। চিংড়ির মধ্যে ৬৩ শতাংশ কোলেস্টেরল থাকে। যার ফলে হার্টের রোগীদের বা কোনও শারীরিক সমস্যা থাকলে চিংড়ি এড়িয়ে যাওয়া ভাল। আর চিংড়ি খেলে তাই ওজন বাড়ে। ইলিশ খেলে সেই সুযোগ থাকে না। তবে রোজ ইলিশ একেবারেই নয়।
তবে সমস্যা একটাই। চিংড়ির মধ্যে ৬৩ শতাংশ কোলেস্টেরল থাকে। যার ফলে হার্টের রোগীদের বা কোনও শারীরিক সমস্যা থাকলে চিংড়ি এড়িয়ে যাওয়া ভাল। আর চিংড়ি খেলে তাই ওজন বাড়ে। ইলিশ খেলে সেই সুযোগ থাকে না। তবে রোজ ইলিশ একেবারেই নয়।
advertisement
8/8
সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিড। নিয়মিত মাছ খেলে একজিমা, সোরেসিসের হাত থেকে রক্ষা পায় ত্বক। তবে এক্ষেত্রে চিংড়ি বা ইলিশ কোনওটাই ভাল নয়। মাঝে মাঝে খেতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিড। নিয়মিত মাছ খেলে একজিমা, সোরেসিসের হাত থেকে রক্ষা পায় ত্বক। তবে এক্ষেত্রে চিংড়ি বা ইলিশ কোনওটাই ভাল নয়। মাঝে মাঝে খেতে হবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement