Health Tips: দুধের সঙ্গে মিশিয়ে নিন এক চিমটে হিং, আর তারপর দেখুন কী হয়, আপনি কল্পনাও করতে পারবেন না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দুধের সঙ্গে হিং মিশিয়ে খাওয়ার হাজার একটা উপকারিতা, কিন্তু বানাতে হবে সঠিক নিয়ম মেনে। জেনে নিন, কীভাবে বানাবেন এই মিশ্রণ
হিংয়ের কচুরি থেকে হিং ফোড়ন দেওয়া ছোলার ডাল,আলুরদম। যে-কোনও নিরামিষ রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এক চিমটে হিং। কিন্তু শুধু রান্নার স্বাদ-ই বাড়ায় না, হিং-এর রয়েছে হাজারটা ওষধি গুণ। আর যদি দুধের সঙ্গে হিং মিশিয়ে খান, তা হলে তো কথাই নেই! বদহজম, গ্যাস থেকে শুরু করে পাইলস-এর মত একাধিক অসুখের যম এই মিশ্রণ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








