স্বাদের সুপারস্টার এই 'মাছ'...! পাতে থাকলেই রোগ-ব্যাধি 'টাটা', কমবে ওজন থেকে ক্যানসারের ঝুঁকি, ভাল থাকবে 'হার্ট', নোট করুন 'নাম'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Fish Health Tips: অনেকেই মাছ খেতে ভয় পান। এর কারণ হল মাছের কাঁটা। যারা মাছের তরকারি পছন্দ করেন তারাও এই কাঁটা দেখে ভয় পান। এজন্য অনেকেই বাজারে গিয়ে কাঁটাবিহীন মাছ খোঁজার চেষ্টা করেন। কিন্তু খুব কম মাছই মেরুদণ্ডহীন। আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এমনই কিছু কাঁটাবিহীন মাছের নাম যেগুলি একইসঙ্গে দারুণ উপকারী। চলুন দেখে নেওয়া যাক কাঁটাবিহীন মাছের তালিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু অনেকেই মাছ খেতে ভয় পান। এর কারণ হল মাছের কাঁটা। যারা মাছের তরকারি পছন্দ করেন তারাও এই কাঁটা দেখে ভয় পান। এজন্য অনেকেই বাজারে গিয়ে কাঁটাবিহীন মাছ খোঁজার চেষ্টা করেন। কিন্তু খুব কম মাছই মেরুদণ্ডহীন। আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এমনই কিছু কাঁটাবিহীন মাছের নাম যেগুলি একইসঙ্গে দারুণ উপকারী। চলুন দেখে নেওয়া যাক কাঁটাবিহীন মাছের তালিকা।
advertisement
স্যামন মাছ: এটি খুবই জনপ্রিয় একটি মাছ। এর কাঁটা খুব কম। তাছাড়া, এই মাছগুলি খুবই সুস্বাদু। স্যামন মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। কেবল প্রাপ্তবয়স্কদের জন্যই নয়, স্যামন মাছ শিশুদের জন্যও খুবই উপকারী। শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য এই মাছ খুবই গুরুত্বপূর্ণ। এটি ফিলেট আকারে পাওয়া যায়। এটি দিয়ে স্যুপ, গ্রিলিং, ফিশ নাগেট সহজেই তৈরি করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সেরা টিপস: মাছ কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি টাটকা কিনা তা বুঝে নেওয়া। টাটকা মাছের চোখ টাটকা এবং ফুলকো লাল থাকে। তাজা মাছের গন্ধ মোটেও খারাপ হয় না। আলু, কপি বা অন্য সবজি দিয়ে মাছ রান্না করলে পুষ্টিগুণ আরও বেড়ে যায়। বাজারে পিস্ করা কাটা মাছও আজকাল পাওয়া যায়। যাদের জন্য মাছ পরিষ্কার করা কঠিন মনে হয় তাদের এগুলো কেনা উচিত।
advertisement








