Common Krait Snake: এই সাপ নিজেই আপনাকে বাঁচাবে অন্য বিষধর সাপের কামড় থেকে! মানুষের বন্ধু এরা! জানলে অবাক হবেন

Last Updated:
Common Krait Snake: সাপই বাঁচাবে মানুষের প্রাণ! অবাক হলেও এটাই সত্যি! এদের মেরে নিজের বিপদ বাড়াবেন না! জানুন
1/5
চিনে রাখুন এই সাপ, এই সাপ মেরে নিজের বিপদ বাড়াবেন না। কারণ বিষধর সাপের কামড়ের আশঙ্কা কমাতে পারে এই সাপ! কালো হলুদ, কালো সাদা ডোরা কাটা দাগের সাপ শাঁখামুটি। কোনও স্থানে চামোরকোসা নামেও পরিচিত এই সাপ। এক দিক থেকে মানুষের বন্ধু বলা যেতে পারে একে। এই সাপ বিষধর হওয়া সত্বেও মানুষকে সাধারণত কামড়ায় না। (তথ্য: রাকেশ মাইতি)
চিনে রাখুন এই সাপ, এই সাপ মেরে নিজের বিপদ বাড়াবেন না। কারণ বিষধর সাপের কামড়ের আশঙ্কা কমাতে পারে এই সাপ! কালো হলুদ, কালো সাদা ডোরা কাটা দাগের সাপ শাঁখামুটি। কোনও স্থানে চামোরকোসা নামেও পরিচিত এই সাপ। এক দিক থেকে মানুষের বন্ধু বলা যেতে পারে একে। এই সাপ বিষধর হওয়া সত্বেও মানুষকে সাধারণত কামড়ায় না। (তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
জানা যায়, কামড়ানোর চেষ্টা পর্যন্ত করে না। এদের দেখা যায় জলাজমি অথবা পুকুরের পাড় বা নিরিবিলি ঘন জঙ্গলে। এরা রাত্রে ছাড়া বেরোয় না। এদের খাবার অন্যান্য সাপের মতোই ইঁদুর ব্যাঙ মাছ টিকটিকি ইত্যাদি। (তথ্য: রাকেশ মাইতি)
জানা যায়, কামড়ানোর চেষ্টা পর্যন্ত করে না। এদের দেখা যায় জলাজমি অথবা পুকুরের পাড় বা নিরিবিলি ঘন জঙ্গলে। এরা রাত্রে ছাড়া বেরোয় না। এদের খাবার অন্যান্য সাপের মতোই ইঁদুর ব্যাঙ মাছ টিকটিকি ইত্যাদি। (তথ্য: রাকেশ মাইতি)
advertisement
3/5
তবে এদের আরও একটি গুরুত্বপূর্ণ খাদ্য সাপ। অনেকেই দেখে থাকবেন এই সাপ অন্যান্য সাপকে খেতে। তার ফলে এই সাপ যেখানে থাকে সেই স্থানের আশপাশে অন্যান্য বিষাক্ত সাপ খুব একটা দেখা যায় না। জানা গেছে এই শাঁখামুটি সাপ আশেপাশে থাকলে মানুষের জন্য সাপের কামড়ের আশঙ্কা কমে হতে পারে। (তথ্য: রাকেশ মাইতি)
তবে এদের আরও একটি গুরুত্বপূর্ণ খাদ্য সাপ। অনেকেই দেখে থাকবেন এই সাপ অন্যান্য সাপকে খেতে। তার ফলে এই সাপ যেখানে থাকে সেই স্থানের আশপাশে অন্যান্য বিষাক্ত সাপ খুব একটা দেখা যায় না। জানা গেছে এই শাঁখামুটি সাপ আশেপাশে থাকলে মানুষের জন্য সাপের কামড়ের আশঙ্কা কমে হতে পারে। (তথ্য: রাকেশ মাইতি)
advertisement
4/5
তবে অধিকাংশ মানুষের মধ্যে যথাযথ জ্ঞান না থাকার ফলেই এই সমস্ত সাপের মৃত্যু ঘটে। শান্ত প্রকৃতির এই সাপের চোখ জুড়ানো সৌন্দর্য। ফলে এই সাপ চোরা শিকারীদের নজরেও থাকে। সে কারণে প্রচুর পরিমাণে পাচারের সম্ভবনা থাকে। এক সময় গ্রামাঞ্চলের মাঠে ঘাটে প্রচুর পরিমাণে দেখা যেত এই সাপ। তবে যতদিন গড়াচ্ছে এই সমস্ত সাপের সংখ্যা কমছে। (তথ্য: রাকেশ মাইতি)
তবে অধিকাংশ মানুষের মধ্যে যথাযথ জ্ঞান না থাকার ফলেই এই সমস্ত সাপের মৃত্যু ঘটে। শান্ত প্রকৃতির এই সাপের চোখ জুড়ানো সৌন্দর্য। ফলে এই সাপ চোরা শিকারীদের নজরেও থাকে। সে কারণে প্রচুর পরিমাণে পাচারের সম্ভবনা থাকে। এক সময় গ্রামাঞ্চলের মাঠে ঘাটে প্রচুর পরিমাণে দেখা যেত এই সাপ। তবে যতদিন গড়াচ্ছে এই সমস্ত সাপের সংখ্যা কমছে। (তথ্য: রাকেশ মাইতি)
advertisement
5/5
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী শুভজিৎ মাইতি জানান, বিভিন্নভাবে বন দফতর এবং পরিবেশ কর্মীরা বন্যপ্রাণ বাঁচাতে সচেষ্ট। ফলে চন্দ্রবোড়ার মত সাপের সংখ্যা অনেকটাই বেড়েছে। তা জেলা বন দফতর এবং পরিবেশ কর্মীদের জানা। তিনি আরও জানান, এই শাঁখামুটি সাপের সংখ্যা বাড়ানোর জন্য বন দফতরের তরফে উপযুক্ত ব্যবস্থা এবং সচেতনতার প্রসার প্রয়োজন। (তথ্য: রাকেশ মাইতি)
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী শুভজিৎ মাইতি জানান, বিভিন্নভাবে বন দফতর এবং পরিবেশ কর্মীরা বন্যপ্রাণ বাঁচাতে সচেষ্ট। ফলে চন্দ্রবোড়ার মত সাপের সংখ্যা অনেকটাই বেড়েছে। তা জেলা বন দফতর এবং পরিবেশ কর্মীদের জানা। তিনি আরও জানান, এই শাঁখামুটি সাপের সংখ্যা বাড়ানোর জন্য বন দফতরের তরফে উপযুক্ত ব্যবস্থা এবং সচেতনতার প্রসার প্রয়োজন। (তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement