Ear Pain: ঠান্ডায় কানের ব্যথায় নাজেহাল? এই ঘরোয়া উপায়ে পাবেন চটজলদি আরাম
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Ear Pain: কানে ব্যথা হলেই ইয়ার ড্রপ ব্যবহার করেন? বরং চেষ্টা করুন যত দ্রুত সম্ভব এই কয়েকটি ঘরোয়া টোটকার সাহায্য নিতে।
advertisement
 কানের ব্যথায় রেহাই পেতে বিশিষ্ট চিকিৎসক রঞ্জন দাস জানান, এই শীতে কানের ব্যথা থেকে রেহাই পেতে কানে দিন গরম সেঁক।কান থেকে পুঁজ বেরোতে দেখলে গরম সেঁক নিন। তাতে কানের ভিতরে জমে থাকা পুঁজ বেরিয়ে যাবে, ব্যথার বোধও কম হবে। গরমজলে পরিষ্কার কাপড় ভিজিয়ে নিংড়ে নিন। তারপর যে কানে ব্যথা, তার উপরে ভেজা কাপড়টা দিয়ে মিনিট দুই রাখুন। এর পর মাথা অন্যদিকে কাত করে পুঁজটা বেরিয়ে যেতে দিন।
advertisement
advertisement
advertisement

