Litti Chokha: মাত্র ১০ টাকাতে গাওয়া ঘি দেওয়া লিট্টি! হাওড়া স্টেশন সংলগ্ন দোকানে সস্তার খাওয়াদাওয়া
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Litti Choka: দেশী ঘি দেওয়া লিট্টি চোখা হাওড়া স্টেশন সংলগ্ন দোকানে, ৫ দশকেরও বেশি পুরানো দোকান, হাওড়া কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসে এই দোকানে।
advertisement
advertisement
দুপুর থেকে কয়েক ঘন্টা রীতিমত মানুষ লিট্টি চোখা । পাঁচ দশকের দোকান, দূর দূরান্ত থেকে মানুষ আসে। লালবাজার ভবানীপুর শিবপুর বা ডোমজুড় বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসেন। জেলায় এই দোকানের লিট্টি ' র স্বাদ অন্য মাত্রায়। যা সম্পূর্ণ আলাদা। মাত্র ১০ টাকা পিস দাম হলেও, এই খাবার মুখেদিলে বদলে যাবে সাধারণ লিট্টি চোখার ধারণা।
advertisement
লিট্টি হাওড়া চত্বরে মাত্র কুড়ি টাকাতেই টিফিন, তাও আবার দেশী ঘি দেওয়া লিট্টি। প্রতিদিন কয়েকশো লিট্টি বিক্রি হয়। সকাল আটটা থেকে কয়েক লিটার জলে আলু এবং তার অর্ধেক পরিমাণ টমেটো দিয়ে তাতে আদা রসুন দিয়ে স্যুপ বানান হয়। চাটনি তৈরিতে নারকেল ধনেপাতা পুদিনা লঙ্কা নারকেল আদা রসুন, দিয়ে আলুর স্যুপ বানান হয়। এখানকার ছাতু ভরা আটার লিট্টি বহু প্রতিদিনের টিফিন।
advertisement
প্রায় ৫ দশকেরও বেশি পুরানো দোকানে, প্রতিদিন সকাল ৮ টা হলেই চন্দ্রমুখী আলু টমেটো আদা রসুন মিশ্রণে আলু চোখা বা স্যুপ তৈরি করেন বিজেন্দ্রর রায়। সুপ তৈরি করতে কয়েক ঘন্টা সময় লাগে, এরপর আটা মেখে ছাতুর পুর ভরে আগুনে শিখে লিট্টী তৈরি হয়। তার উপর দেশি ঘি মাখিয়ে টক ঝাল চাটনি আলু চোখা বা আলু স্যুপ দিয়ে পরিবেশন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
