Money Making Agriculture: আলু চাষেই ব্যাপক লাভ, ১৪ হাজার খরচে আয় হতে পারে ৫০ হাজার টাকা! শুধু চিনতে সঠিক প্রজাতি

Last Updated:

West Bardhaman Money Making Agriculture: পশ্চিমবঙ্গের বীরভূম, মালদহ ও পূর্ব বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায় আলুর চাষ ব্যাপক হারে হয়। কিন্তু শিল্পাঞ্চলে উর্বর ও চাষযোগ্য জমির অভাব হওয়ায় স্বাভাবিকভাবেই চাষাবাদ কম।

+
পোখরাজ

পোখরাজ আলুর চাষ

দুর্গাপুর, দীপিকা সরকার: মালদহের বিখ্যাত পোখরাজ আলু চাষ করে ব্যপক লাভবান হচ্ছেন কাঁকসার চাষিরা। পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল ও কয়লা খনি অঞ্চল হওয়ায় নেই তেমন চাষযোগ্য জমি। তার মধ্যেও কাঁকসা ব্লকে প্রায় ২৫০ থেকে ৩০০ হেক্টর জমিতে হয় উন্নতমানের এই আলু চাষ। পোখরাজ একটি আলুর প্রজাতি, যা ‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিত। পোখরাজ আলু চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। এই জেলার দুই পাশ দিয়ে দামোদর ও অজয় নদ বয়ে গিয়েছে। ওই দুই নদের ধারে বেলে দোআঁশ মাটির বিস্তীর্ণ জমিতে প্রায় এক হাজার চাষি শীতকালীন আলু চাষ করে থাকেন৷
উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, কর্ণাটক, আসাম এবং মধ্যপ্রদেশ হল প্রধান আলু উৎপাদনকারী রাজ্য। পশ্চিমবঙ্গের বীরভূম, মালদহ ও পূর্ব বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায় আলুর চাষ ব্যাপক হারে হয়। কিন্তু শিল্পাঞ্চলে উর্বর ও চাষযোগ্য জমির অভাব হওয়ায় স্বাভাবিকভাবেই চাষাবাদ কম। তারই মধ্যে কাঁকসা ব্লকের চাষিরা আলু চাষ করে নজির গড়েছেন। চাষিরা জমিকে আড়াআড়িভাবে কমপক্ষে চারবার চাষ দিয়ে ও মই দিয়ে ঝুরঝুরে করে নেন প্রথম পর্যায়ে। যাতে বড় কোনও মাটির ঢেলা না থাকে। একাধিক প্রক্রিয়াকরণের পরে আলু বীজ জমিতে বপন করা হয়। ওই এলাকায় প্রায় ৩০ বছর ধরে আলু চাষ করে আসছেন চাষিরা।
advertisement
advertisement
প্রথম দিকে ফলন খুব একটা ভাল হত না বলে দাবি তাঁদের। বর্তমানে ব্যাপক ফলন হওয়ায় লাভবান হচ্ছেন তাঁরা। আলু বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য ফসল। এটি একটি অর্থনৈতিক ফসল এবং এটিকে দরিদ্র মানুষের বন্ধু হিসেবেও উল্লেখ করা হয়।পোখরাজ আলু সবজি হিসাবে প্রধান খাদ্য তালিকায় রয়েছে। এছাড়াও বিরিয়ানি ও চিপস তৈরি করার জন্য এই আলুর ব্যাপক চাহিদা রয়েছে। হিমঘর বন্ধ হওয়ার পর যখন জ্যোতি আলুর সরবরাহ কমে যায়, তখন পোখরাজ আলু বাজারের চাহিদা পূরণ করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাষিদের দাবি, এই আলু চাষ করতে বিঘা প্রতি ১২ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়।এক বিঘা জমিতে প্রায় ৫০ কুইন্টাল আলু উৎপাদন হয়। আয় হয় প্রায় ৫০ হাজার টাকা। যার কারণে কাঁকসা ব্লকের চাষিরা শীতকালীন সবজির চেয়ে বেশি আলু চাষের দিকেই ঝুঁকছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Agriculture: আলু চাষেই ব্যাপক লাভ, ১৪ হাজার খরচে আয় হতে পারে ৫০ হাজার টাকা! শুধু চিনতে সঠিক প্রজাতি
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement