জমি বন্ধক রেখে করেছিলেন বিয়ে! ভোর হতেই প্রেমিকের সঙ্গে বেপাত্তা কনে!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উত্তরপ্রদেশের বরাবাঁকি অঞ্চলে এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের জন্য যখন সব প্রস্তুতি শেষ তখনই পালিয়ে গেল কনে! প্রেমিকের সঙ্গে কনে পালিয়ে যাওয়ায় এমন ঘটনায় হুলস্থুল কাণ্ড ঘটেছে বরাবাঁকি এলাকায়।
advertisement
জানা গিয়েছে, বিয়ে হওয়ার কথা ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সুনীল কুমার এবং পল্লবীর। বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে, বরযাত্রীও হাজির হয়েছিল। দুজনের মধ্যে মালাবদলও হয়। এমনকি রাতে বরকে খুশিতে নাচতেও দেখা যায়। কিন্তু , রাত কাটতেই পরিস্থিতি বদলে যায়, কনেকে বিদায় জানানোর যখন সময় আসে তখন দেখা যায় নিজের ঘরেই নেই কনে! শুরু হয়ে যায় খোঁজ খোঁজ।
advertisement
advertisement
advertisement
