Bankura News: মাঠেঘাটে ঘুরেছেন, হাতের তালুর মতো চেনা জঙ্গলমহল! গবেষকের ডায়েরিতে ফাঁস হবে বহু অজানা তথ্য

Last Updated:

Bankura News: জঙ্গলমহল নিয়ে কোনও কংক্রিট ইতিহাস লেখা হয়েছে বলে খুব একটা খুঁজে পাওয়া যায় না। এবার সেই কাজ করছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়।

+
জঙ্গলমহল

জঙ্গলমহল ডায়েরি

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জঙ্গলমহল নিয়ে কোনও কংক্রিট ইতিহাস লেখা হয়েছে বলে খুব একটা খুঁজে পাওয়া যায় না। বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়ার জঙ্গলমহল অত্যন্ত বিখ্যাত, একটি জায়গা যা কুখ্যাতও বটে। বাঁকুড়ার ক্ষেত্রসমীক্ষক এবং ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ৭ বছর ধরে করেছেন অধ্যাবসায়, পড়াশোনা এবং গবেষণা, তার সঙ্গে করেছেন ক্ষেত্র সমীক্ষা।
গোটা ঘর শুধু বই আর বই। শারীরিক শক্তি একটু কমলেও মানসিক শক্তি অত্যন্ত দৃঢ়। পাতার পর পাতা লিখে চলেছেন তিনি। যেন মাথার ভিতরে জমে থাকা দীর্ঘ ক্ষেত্রে সমীক্ষার তথ্য গুলি লিপিবদ্ধ করে রাখছেন তিনি। ক্ষেত্র সমীক্ষা কী? খায় নাকি মাথায় দেয়, সেটা অনেকেই জানেনা! ক্ষেত্র সমীক্ষা হল একদম “ফিল্ড রিসার্চ”, অর্থাৎ ক্ষেত্রে গিয়ে সরে জমিনে সমীক্ষা করে বা গবেষণা করে তথ্য তুলে আনা।
advertisement
আরও পড়ুন : চড়িদা গ্রামে ডিজিটাইজেশনের হাতেখড়ি, বদলে যাবে শিল্পীদের ভাগ্য! এবার ঘরে বসেই মিলবে ছৌ-মুখোশ
যথেষ্ট কঠিন এই কাজ এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, সাধারণ মানুষের কথার ভিত্তিতে এবং ইতিহাস পর্যালোচনা করে জঙ্গলমহল নিয়ে একটি সম্পূর্ণ তথ্য পরিপূর্ণ ইতিহাস লিখছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়। এর আগে নদী তীরবর্তী গ্রাম জনপদ গুলির ইতিহাস, রাঢ়বঙ্গে জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রভাব সম্পর্কে বিস্তারিত বই লিখেছেন তিনি। এবার টার্গেট “মিশন জঙ্গলমহল”। দীর্ঘ সাংবাদিকতার সফল একটি কর্ম জীবন, তারপর গবেষণামূলক কাজ। বাঁকুড়ার বাসিন্দা সুকুমার বন্দোপাধ্যায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন রাঢ়বঙ্গের সত্য তুলে ধরতে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গলমহলেও করেছেন প্রচুর কাজ। অশান্ত জঙ্গলমহলে নিয়েছেন মাওবাদি নেতা কিষেনজির সাক্ষাৎকার। জঙ্গলমহলের মাটিটা চেনেন তিনি। তবে এবার যত বয়স বাড়ছে ফিল্ডে যাওয়া হয়ে পড়ছে এক প্রকার অসম্ভব। সেই কারণেই হয়ত তিনি লিখেই চলেছেন যাতে, জেলা এবং রাঢ়বঙ্গের ইতিহাস পৃষ্ঠপোষকরা নিজেদেরকে পুষ্ট করতে পারেন সঠিক ইতিহাসের আস্বাদন পেয়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মাঠেঘাটে ঘুরেছেন, হাতের তালুর মতো চেনা জঙ্গলমহল! গবেষকের ডায়েরিতে ফাঁস হবে বহু অজানা তথ্য