Calcium: আপনি সুগারের রোগী? রোজ ক্যালসিয়াম ট্যাবলেট খান? বাড়ছে এই মারণ রোগের আশঙ্কা, সাবধান...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Calcium: প্রতিদিন ক্যালসিয়াম ট্যাবলেট খেলে শরীরের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ খেলে শরীরে ফোলাভাব দেখা দেয় এবং কোষ্ঠকাঠিন্যের বাড়ে।
advertisement
advertisement
advertisement
*প্রতিদিন নিয়মিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে ডায়াবেটিস রোগীরা হৃদরোগে আক্রান্ত হতে পারেন বলে নতুন একটি গবেষণায় উঠে এসেছে।ইউকে বায়ো ব্যাঙ্কের ৪ লক্ষের বেশি মানুষের ওপরে সমীক্ষা চালানো হয়।সেখানে প্রাপ্ত পরিসংখ্যানের তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে, ডায়াবেটিস রোগীদের দীর্ঘমেয়াদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে এবং এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*চেন্নাইয়ের মোহন ডায়াবেটিস স্পেশ্যালিটি সেন্টারের সভাপতি ভি মোহন বলেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনও ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাবেন না। ব্যয়বহুল ক্যালসিয়াম পরিপূরকগুলি মূত্রনালীর সমস্যা সৃষ্টি করতে পারে। শরীরের প্রয়োজন না থাকলেও আপনি যদি ক্যালসিয়াম পরিপূরক খান তবে এটি কোনও উপকারের চেয়ে বেশি ক্ষতি করে। সংগৃহীত ছবি।
advertisement
*ডা. মোহন বলেন, "শরীরের প্রয়োজন না থাকলেও যদি আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, তাহলে সেই ক্যালসিয়াম হৃৎপিণ্ডের নালীতে জমা হতে শুরু করে। হার্টের সুস্থতা কেবল করোনারি ধমনীর মাধ্যমেই জানা যায়। ডায়াবেটিক রোগীদের নিয়মিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং হৃদরোগে মৃত্যুও ডেকে আনতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
*প্রসবের পরে ক্যালসিয়াম পরিপূরক গ্রহণ করা কি মহিলাদের পক্ষে উপকারী? ডা. মোহনের মতে, প্রসবের পরে অনেক মহিলার মধ্যে হাড় সম্পর্কিত ব্যথা বেড়ে যায়। এই ক্ষেত্রে, ওভার-দ্য কাউন্টার ক্যালসিয়াম ট্যাবলেটগুলি প্রায়শই হাড়ের শক্তির জন্য তাঁদের দেওয়া হয়। তবে নিজেরা না খেয়ে হাড়ের স্বাস্থ্য পরীক্ষার পরেই সেই ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া উচিৎ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
