Bumper Discount in Hotel: হোটেলে বাম্পার ডিসকাউন্ট, এই শীতে আপনার ডেস্টিনেশন হোক শান্তিনিকেতন, রইল ছাড়ের সুলুকসন্ধান

Last Updated:
Discount in Hotel: শীতের ছুটিতে বোলপুর ভ্রমনে আসছেন! জানুন হোটেলে কেমন ছাড় দিচ্ছে
1/6
বীরভূম: ইতিমধ্যেই সন্ধ্যের পর থেকে হালকা মৃদু হাওয়াতে শীত অনুভব করছে বঙ্গবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর নভেম্বর মাসের ২৫ তারিখের পর জাঁকিয়ে শীত পড়বে বীরভূমে। আর শীতে মরশুমে ভ্রমণ পিপাসু বাঙালি হাতে এক-দু দিনের ছুটি পেলেই দিঘা মন্দারমনি অথবা পুরী ছুটে যান। শুধু তাই নয় এর পাশাপাশি বীরভূম ভ্রমণেও আসেন হাজার হাজার পর্যটক। বীরভূমের মধ্যে রয়েছে একাধিক দেখার জায়গা।রয়েছে রাজাদের আমলের বিভিন্ন বাড়ি থেকে শুরু করে একাধিক তীর্থস্থান। Photo Collected 
বীরভূম: ইতিমধ্যেই সন্ধ্যের পর থেকে হালকা মৃদু হাওয়াতে শীত অনুভব করছে বঙ্গবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর নভেম্বর মাসের ২৫ তারিখের পর জাঁকিয়ে শীত পড়বে বীরভূমে। আর শীতে মরশুমে ভ্রমণ পিপাসু বাঙালি হাতে এক-দু দিনের ছুটি পেলেই দিঘা মন্দারমনি অথবা পুরী ছুটে যান। শুধু তাই নয় এর পাশাপাশি বীরভূম ভ্রমণেও আসেন হাজার হাজার পর্যটক। বীরভূমের মধ্যে রয়েছে একাধিক দেখার জায়গা।রয়েছে রাজাদের আমলের বিভিন্ন বাড়ি থেকে শুরু করে একাধিক তীর্থস্থান। Photo Collected
advertisement
2/6
একাধিক তীর্থস্থানের পাশাপাশি রয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। চারিধার ঘেঁষে সুন্দর সুন্দর গাছ গাছালিতে ভরা এই বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখেননি এমন মানুষ হয়তপাওয়া যাবে না। বোলপুরের মধ্যে একাধিক দেখার জায়গা রয়েছে তার পাশাপাশি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে খোয়াইয়ের হাট।
একাধিক তীর্থস্থানের পাশাপাশি রয়েছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। চারিধার ঘেঁষে সুন্দর সুন্দর গাছ গাছালিতে ভরা এই বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখেননি এমন মানুষ হয়তপাওয়া যাবে না। বোলপুরের মধ্যে একাধিক দেখার জায়গা রয়েছে তার পাশাপাশি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে খোয়াইয়ের হাট।
advertisement
3/6
সোনাঝুরি শিমুল গাছের মধ্যে অবস্থিত এই হাট দেখতে দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে সপ্তাহের শনি এবং রবিবার এই হাটে কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে।
সোনাঝুরি শিমুল গাছের মধ্যে অবস্থিত এই হাট দেখতে দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে সপ্তাহের শনি এবং রবিবার এই হাটে কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে।
advertisement
4/6
বোলপুর শান্তিনিকেতন এসে একদিনে তো বাড়ি ফেরার প্ল্যান নেই! তাহলে থাকার বন্দোবস্ত অবশ্যই করতে হবে আপনাকে। বোলপুরের মধ্যে রয়েছে একাধিক থাকার জায়গা। বিভিন্ন হোটেলের পাশাপাশি রয়েছে কটেজ। সুন্দর প্রাকৃতিক পরিবেশে কটেজের মধ্যে থাকার আনন্দ উপভোগ করতে পারবেন।
বোলপুর শান্তিনিকেতন এসে একদিনে তো বাড়ি ফেরার প্ল্যান নেই! তাহলে থাকার বন্দোবস্ত অবশ্যই করতে হবে আপনাকে। বোলপুরের মধ্যে রয়েছে একাধিক থাকার জায়গা। বিভিন্ন হোটেলের পাশাপাশি রয়েছে কটেজ। সুন্দর প্রাকৃতিক পরিবেশে কটেজের মধ্যে থাকার আনন্দ উপভোগ করতে পারবেন।
advertisement
5/6
আর এই শীতের মরশুমে বোলপুরের বিভিন্ন হোটেল কর্তৃপক্ষঅগ্রিম হোটেল বুকিং এর ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন। সোনাঝুরির হাট যাওয়ার রাস্তায় একাধিক হোটেল এবং কটেজের দেখা মিলবে। সেই সমস্ত হোটেলে বুকিং করলেই প্রায় ২০% পর্যন্ত হোটেল ভাড়ার ক্ষেত্রে ছাড় পাবেন।
আর এই শীতের মরশুমে বোলপুরের বিভিন্ন হোটেল কর্তৃপক্ষঅগ্রিম হোটেল বুকিং এর ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন। সোনাঝুরির হাট যাওয়ার রাস্তায় একাধিক হোটেল এবং কটেজের দেখা মিলবে। সেই সমস্ত হোটেলে বুকিং করলেই প্রায় ২০% পর্যন্ত হোটেল ভাড়ার ক্ষেত্রে ছাড় পাবেন।
advertisement
6/6
বোলপুরের একহোটেল মালিক সুব্রত সান্যাল জানান বছরের এই শীতের সময় শান্তিনিকেতনের রূপ বদলে যায়। সবুজ গাছ গাছালিতে ঘেরা শান্তিনিকেতন ভ্রমণের জন্য প্রত্যেক বছর নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কয়েক হাজার দেশ এবং বিদেশের পর্যটকরা ভিড় করেন।আর তাদের উৎসাহ দেওয়ার জন্যই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে এই ছাড় দেওয়া হয়। Input- Souvik Roy 
বোলপুরের একহোটেল মালিক সুব্রত সান্যাল জানান বছরের এই শীতের সময় শান্তিনিকেতনের রূপ বদলে যায়। সবুজ গাছ গাছালিতে ঘেরা শান্তিনিকেতন ভ্রমণের জন্য প্রত্যেক বছর নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কয়েক হাজার দেশ এবং বিদেশের পর্যটকরা ভিড় করেন।আর তাদের উৎসাহ দেওয়ার জন্যই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে এই ছাড় দেওয়া হয়। Input- Souvik Roy
advertisement
advertisement
advertisement