Bengali Mutton Recipe: আলু দিয়ে খাসির মাংসের লোভনীয় ঝোল, আহ! সে কী স্বাদ; জানুন বাঙালির সাবেকি-সহজ পাঁঠার রেসিপি

Last Updated:
Bengali Mutton Recipe: এইভাবে মটন বানালে প্রেশারে দিতে হবে না। কড়াইতে দিয়েই রান্না করতে পারবেন। রইল সহজ-বাঙালি মটনের ঝোলের রেসিপি।
1/17
খাসির মাংসের ঝোল আমরা কম-বেশি সকলেই পছন্দ করে থাকি। তবে সঠিক পদ্ধতিতে খাসির মাংস রান্না করতে অনেকেই জানেন না। খাসির মাংস বানানোর পুরনো পদ্ধতি একেবারে মায়ের হাতের রেসিপি রইল আপনাদের জন্য। (অনির্বাণ রায়)
খাসির মাংসের ঝোল আমরা কম-বেশি সকলেই পছন্দ করে থাকি। তবে সঠিক পদ্ধতিতে খাসির মাংস রান্না করতে অনেকেই জানেন না। খাসির মাংস বানানোর পুরনো পদ্ধতি একেবারে মায়ের হাতের রেসিপি রইল আপনাদের জন্য। (অনির্বাণ রায়)
advertisement
2/17
খাসির-মাংসে অনেকেই আলু ব্যবহার করেন তবে কেউবা কাঁচা আলু কেউবা আলু ভেজে দিয়ে থাকেন। তাই মাংসের স্বাদও ভিন্ন হয়। তবে ভাজা আলু দিয়ে খাসির মাংস রান্না করলে স্বাদ হয় অতুলনীয়।
খাসির-মাংসে অনেকেই আলু ব্যবহার করেন তবে কেউবা কাঁচা আলু কেউবা আলু ভেজে দিয়ে থাকেন। তাই মাংসের স্বাদও ভিন্ন হয়। তবে ভাজা আলু দিয়ে খাসির মাংস রান্না করলে স্বাদ হয় অতুলনীয়।
advertisement
3/17
advertisement
4/17
advertisement
5/17
advertisement
6/17
advertisement
7/17
advertisement
8/17
advertisement
9/17
advertisement
10/17
advertisement
11/17
আর মায়ের হাতের এই রেসিপি মেনে রান্না করলে খাসির মাংসের জন্য প্রেসার কুকার লাগবে না, কড়াইতেই সুন্দর রান্না হবে। প্রথমে যেটা করতে হবে আলু বড় টুকরো করে কেটে নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। মাঝারি মাপের তিনটে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। মাংস খুব ভাল করে ধুয়ে রাখুন।
আর মায়ের হাতের এই রেসিপি মেনে রান্না করলে খাসির মাংসের জন্য প্রেসার কুকার লাগবে না, কড়াইতেই সুন্দর রান্না হবে। প্রথমে যেটা করতে হবে আলু বড় টুকরো করে কেটে নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। মাঝারি মাপের তিনটে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। মাংস খুব ভাল করে ধুয়ে রাখুন।
advertisement
12/17
কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে আলু বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। এবার আলু তুলে বাকি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ ভেজে খয়েরি রং ধরলে তুলে রাখুন। এবার কাঁচালঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে নিতে হবে।
কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে আলু বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। এবার আলু তুলে বাকি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ ভেজে খয়েরি রং ধরলে তুলে রাখুন। এবার কাঁচালঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে নিতে হবে।
advertisement
13/17
অন্যদিকে, এক চামচ গোটা ধনে, হাফ চামচ জিরে, গোলমরিচ ৪ টে, ছোট টুকরো জায়ফল আর চারটে এলাচ ভাল করে বেটে নিতে হবে।
অন্যদিকে, এক চামচ গোটা ধনে, হাফ চামচ জিরে, গোলমরিচ ৪ টে, ছোট টুকরো জায়ফল আর চারটে এলাচ ভাল করে বেটে নিতে হবে।
advertisement
14/17
বাকি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, থেঁতো করা বড় এলাচ দিন। এরপর রসুন বাটা দিয়ে ভেজে আদা আর লঙ্কা বাটা দিন। ঝাল খেলে কাঁচালঙ্কা বেশি করেও দিতে পারেন। এরপর বাটা মশলা দিয়ে দিন।
বাকি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, থেঁতো করা বড় এলাচ দিন। এরপর রসুন বাটা দিয়ে ভেজে আদা আর লঙ্কা বাটা দিন। ঝাল খেলে কাঁচালঙ্কা বেশি করেও দিতে পারেন। এরপর বাটা মশলা দিয়ে দিন।
advertisement
15/17
সব দিয়ে খুব ভাল করে কষতে থাকুন। মশলা যত ভাজা হবে তত স্বাদ বাড়বে। এবার এর মধ্যে মাংস দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
সব দিয়ে খুব ভাল করে কষতে থাকুন। মশলা যত ভাজা হবে তত স্বাদ বাড়বে। এবার এর মধ্যে মাংস দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
advertisement
advertisement
advertisement