Success Story: নার্সারি থেকে ই-কমার্স, সারবিহীন ও রাসায়নিক মুক্ত ফল বিক্রি করে বড় ‘লক্ষ্মীলাভ’ শাহরুখের
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Success Story: সামাজিক মাধ্যমে নিয়মিত ভিডিও ও ছবি পোস্ট করেন। ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় তার বাগান, ফলের চারা ও যত্ন নেওয়ার পদ্ধতি দেখিয়ে মানুষের আগ্রহ বাড়িয়ে দেন। পাশাপাশি নিজস্ব ই-কমার্স সাইট ও ই-কমার্স প্ল্যাটফর্মে অর্ডার করে বাড়িতেই গাছ পৌঁছে যায়।
advertisement
শাহরুখের বাগানে রয়েছে মাল্টা, কমলা, পেয়ারা, ড্রাগন, আঙুর, পেঁপে, খেজুর, মালভেরি, লেবু ও আমসহ প্রায় ২৫ থেকে ৩০ ধরনের ফল। সবচেয়ে বেশি মুগ্ধতা কাড়ছে উন্নত জাতের মাল্টা। পাশাপাশি রয়েছে বিদেশি প্রজাতির আমের গাছ—মিয়াজাকি, চিয়াংমাই, চাকাপাত, ব্ল্যাক স্টোন, রেড পালমারসহ বিরল জাতের আম। ফল গাছের পাশাপাশি চারাটিও পাওয়া যায় তার নার্সারিতে, যা ক্রমশ বড় হয়ে উঠছে।
advertisement
নতুন নতুন জাতের গাছ সংগ্রহ করার নেশা থেকেই শুরু। প্রথমে এক-দুটি গাছ নিয়ে চাষ শুরু করে তা যত্নে বড় করে তুলেছেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গাছের সংখ্যা। সেই ছোট বাগান আজ পরিণত হয়েছে কয়েক হাজার গাছে ভরা এক বিশাল নার্সারিতে। রাসায়নিকমুক্ত চাষে উৎপাদিত ফল ও গাছের চারার গুণমানের জন্যই ক্রেতারা আবার ফিরে আসেন।
advertisement
শুধু স্থানীয় বাজারেই নয়, শাহরুখ আজ অনলাইনে গাছ বিক্রির মাধ্যমে তৈরি করেছেন নতুন ব্যবসার পথ। সামাজিক মাধ্যমে নিয়মিত ভিডিও ও ছবি পোস্ট করেন। ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় তার বাগান, ফলের চারা ও যত্ন নেওয়ার পদ্ধতি দেখিয়ে মানুষের আগ্রহ বাড়িয়ে দেন। পাশাপাশি নিজস্ব ই-কমার্স সাইট ও ই-কমার্স প্ল্যাটফর্মে অর্ডার করে বাড়িতেই গাছ পৌঁছে যায়।
advertisement
বিশেষ করে দূরদূরান্তের ক্রেতাদের জন্য এই ব্যবসা আরও লাভজনক। পছন্দের গাছ অনলাইনে বুকিং করলেই কুরিয়ার ও ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে যায়। শুধু স্থানীয় এলাকাতেই নয়, ভিন জেলা, রাজ্য থেকে এখন আসছে নিয়মিত অর্ডার। এক বছরের হিসেব বলছে, তার নার্সারি থেকেই আয় করা সম্ভব কয়েক লক্ষ টাকা।
advertisement
স্থানীয়রা বলছেন, এই ব্যবসা আজ নতুনদেরও উৎসাহ দিচ্ছে খুব বেশি জমি লাগছে না। প্রয়োজন শুধু আগ্রহ, যত্ন আর কিছু বুদ্ধি। সোশ্যাল মিডিয়ায় প্রচার, অনলাইন সেলস, কুরিয়ার প্যাকিং—এই তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে সুন্দরবনের এক যুবক গড়ে তুলেছেন সফল চাষ ও উদ্যোক্তা হওয়ার উদাহরণ। ভবিষ্যতে বাগান আরও বড় করার স্বপ্ন দেখছেন শাহরুখ ইসলাম।







