Calcium: এই ১৩ দুর্দান্ত সুস্বাদু খাবার ক্যালসিয়ামের জন্য 'বেস্ট', ওষুধ ছাড়াই ঘাটতি পূরণ, লৌহকঠিন হাড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Calcium: দুধ এবং দুধের তৈরি খাবার ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস। এছাড়াও এমন অনেক খাবার রয়েছে, যেগুলি ক্যালসিয়াম সমৃদ্ধ। তার তবে কোন খাবারে কতটা ক্যালসিয়াম রয়েছে, তা জেনে গ্রহণ করাই ভাল।
*স্বাস্থ্যই সম্পদ। সব ভুলে গেলেও এই আপ্ত বাক্য ভুললে চলবে না। শরীর সুস্থ রাখতে মানুষকে তাই সচেতন থাকতে হবে। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হল হাড়। নির্দিষ্ট একটা বয়সের পর, আবার অনেক সময় সময়ের আগেই হাড়ের সমস্যার সম্মুখীন হন অনেকে। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। সংগৃহীত ছবি।
advertisement
*একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে প্রতিদিন ১০০০-১২০০ মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে। শিশুদের ক্ষেত্রে তা ৭০০ মিলিগ্রাম। এই যোগান মেটাতে অনেকেই ক্যালসিয়ামের ওষুধ বা সাপ্লিমেন্ট খান। কিন্তু প্রতিটা ওষুধের-ই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কাজেই চেষ্টা করুন খাবারের মাধ্যমে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করতে। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
advertisement
advertisement
*ক্যালসিয়ামের অভাবে হাড়ের সমস্যা হয়। এই ক্যালসিয়ামের অভাব দেখা দিলে সর্বপ্রথম অনেকে বিভিন্ন ওষুধ খান। তবে এ বার আর ওষুধ খাওয়ার কোনও প্রয়োজন নেই। ওষুধ ছাড়াই পূরণ করা যাবে ক্যালসিয়ামের ঘাটতি। কিন্তু কীভাবে ওষুধ ছাড়া এই কাজ হবে? চিকিৎসকরা ওষুধ ছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে নিম্নলিখিত কয়েকটি খাবার। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*গ্রেটেড পারমেসন বা চিজ: চিজে প্রচুর পরিমানে ক্যালসিয়াম রয়েছে। চিকিৎসকরা তা শিশুদের অনেকসময়ই তাদের হাড়ের গঠন মজবুত করার জন্য নানা ধরণের চিজ খাওয়ানোর পরামর্শ দেন। ১০০ গ্রাম গ্রাটেড পারমেসন বা এই বিশেষ ধরণের চিজে ১১৮৪ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। হাফ কাপ লো-ফ্যাট রিকোটা চিজে ২৬ শতাংশ ক্যালসিয়াম থাকে। কটেজ চিজে ১০ শতাংশ ক্যালসিয়াম থাকে।
advertisement
advertisement
advertisement
*তিল বীজ: এক টেবিল চামচ তিল বীজ থেকে ৮৮ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় । তাই যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদেরপক্ষে মাঝে মধ্যে এক টেবিল চামচ তিল বীজ খাওয়া যেতে পারে। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement







