আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সক্রিয় হলেও দুর্বল মৌসুমী বায়ু ঢুকছে দক্ষিণবঙ্গে। এর ফলে শুরুতেই বর্ষা এলে ও ভারী বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। (West Bengal Weather Update)
উত্তরবঙ্গে কবে কোথায় কেমন বৃষ্টি। আজ ১৬ জুন বৃহস্পতিবার। অতি ভারী বৃষ্টি ও তার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ২০০ মিলিমিটার বা অতি ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জন্য ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।
পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে আসতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। সিকিম ভুটান ও আসাম মেঘালয় প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীর জল স্তর আরো বৃদ্ধি পাবে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা নিচু এলাকার জমিতে শস্যের ক্ষতি হতে পারে।
পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে অসমে পর্যন্ত যেটি বিহার উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গেছে। এছাড়াও বিহার থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে উত্তর দক্ষিণ অক্ষরেখা। আরও একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আরব সাগর এবং রাজস্থানের উপর।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির এবং সিকিম ও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আগামী ২৪ ঘণ্টায় আসাম এবং মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ ও কাল উত্তরবঙ্গ সিকিম প্রবল বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছারখার বিহার এবং দক্ষিণ বঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা ১৯ জুন বিদর্ভে ভারী বৃষ্টির সম্ভাবনা।