Extra Marital Affair: বাড়িতে দুই বউ থাকতেও পরকীয়া! 'আনন্দ' করতে গিয়ে নিজেই নিজের বিপদ ডাকলেন পিংলার ব্যক্তি, গ্রেফতার করল পুলিশ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Extra Marital Affair: বাড়িতে দুই বউ থাকতেও পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন এক ব্যক্তি! মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল পুলিশ।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ দুই বিয়ে আগেই হয়েছে, রয়েছে দুই বউও। কিন্তু তা সত্ত্বেও ফের বিবাহ বহির্ভূত সম্পর্ক! মহিলার অভিযোগের ভিত্তিতে এবার গ্রেফতার হলেন এক ব্যক্তি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় ঘটনাটি ঘটেছে। জোর শোরগোল এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত ব্যক্তির কিছু শারীরিক অসুস্থতা রয়েছে। তাঁকে চিকিৎসক জানিয়েছিলেন, তিনি হয়তো আর বছর পাঁচেক বাঁচবেন। একথা শোনার পরেও ওই ব্যক্তি নাকি ভয় পাননি! বরং তাঁর লক্ষ্য ছিল, যতদিন বাঁচবেন আনন্দে কাটাবেন। সেই থেকেই তিনি এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হন।
আরও পড়ুনঃ হরেক বই, দেদার খানাপিনা থেকে বিজ্ঞান প্রদর্শনী! নানা চমক নিয়ে শুরু হয়ে গেল ভাঙড় বইমেলা, প্রথম দিন থেকেই ভিড়
এখানেই অবশ্য শেষ নয়! ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, এরপর সেই ভিডিও হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন তিনি। সেখান থেকে দেখা দেয় মনোমালিন্য। বেজায় চটে গিয়ে সোজা পিংলা থানার দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ওই ব্যক্তি। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পিংলা থানার পুলিশ। বর্তমানে ধৃত ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 04, 2026 10:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra Marital Affair: বাড়িতে দুই বউ থাকতেও পরকীয়া! 'আনন্দ' করতে গিয়ে নিজেই নিজের বিপদ ডাকলেন পিংলার ব্যক্তি, গ্রেফতার করল পুলিশ








