ইসলামপুরে পিকনিকে যাওয়ার পথে দুর্ঘটনায় যাত্রীবোঝাই বাস! ডিভাইডারে ধাক্কা খেয়ে ট্যাঙ্ক ফেটে ছড়িয়ে গেল তেল
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
ইসলামপুর চৌরঙ্গী মোড়ে ডিভাইডারে ধাক্কা মারে রায়গঞ্জ থেকে রসিকবিলগামী পিকনিক বাস, এক বৃদ্ধা আহত, পুলিশ দ্রুত উদ্ধার ও তদন্তে নেমেছে, যান চলাচল ব্যাহত হয়।
চঞ্চল মোদক, ইসলামপুর: ফের ইসলামপুরে ডিভাইডারের কারণে দুর্ঘটনা ঘটল। এবার দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই একটি বাস। পিকনিক করতে যাচ্ছিলেন তাঁরা। শনিবার গভীর রাতে রায়গঞ্জ থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি কোচবিহার জেলার রসিকবিলের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে ইসলামপুর চৌরঙ্গী মোড় এলাকায় আচমকাই ডিভাইডারে সজোরে ধাক্কা মারে বাসটি।
প্রত্যক্ষদর্শীদের মতে, ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যেই বাসটির একাধিক চাকা খুলে যায় এবং তেলের ট্যাঙ্ক ফেটে চারদিকে তেল ছড়িয়ে পড়ে। হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাসে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনায় এক বৃদ্ধা যাত্রী আহত হন। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
শীতের ভোররাতে কুয়াশার কারণে ঘন ঘন দুর্ঘটনার খবর নজরে আসে। তার মধ্যে বছরের শুরুতে পিকনিকের আনন্দ গেল ভেস্তে। আতঙ্কের চিৎকার যাত্রীবাহী বাসে। ইসলামপুরের এই দুর্ঘটনায় যদিও হতাহতের খবর নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Islampur,Uttar Dinajpur,West Bengal
First Published :
Jan 04, 2026 10:45 AM IST










