'ঠিক যেন টিভি শো!' শোয়ার ঘর থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে তুলে আনার ঘটনার বিবরণ দিলেন ট্রাম্প
- Published by:Tias Banerjee
Last Updated:
সামরিক ঘাঁটিতে অভিযানে শয়নকক্ষ থেকে টেনে বের করে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে মার্কিন কমান্ডোরা!
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গভীর রাতে আটক করেছে মার্কিন সেনা। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার নিশ্ছিদ্র নিরাপত্তা ভেঙে কারাকাসের প্রাসাদে ঢুকে শোয়ার ঘর থেকেই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি। এই অভিযানের রুদ্ধশ্বাস বিবরণ এবার প্রকাশ্যে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মন্তব্য, “পুরো ঘটনাটা ঠিক যেন টিভি শো!”
ফ্লরিডার মার-আ-লাগোয় সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, অভিযানের সময় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরিকল্পিতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে গোটা শহর অন্ধকারে ডুবে যায়। ট্রাম্পের দাবি, “গতকাল আমেরিকা যা করে দেখিয়েছে, বিশ্বের আর কোনও দেশ তা পারেনি। খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক ক্ষমতা কার্যত অচল হয়ে পড়ে। আমাদের সেনাবাহিনী ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মাদুরোকে সফলভাবে আটক করে। এটা ছিল এক ভয়ঙ্কর, অত্যন্ত জটিল অভিযান।”
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, কড়া নিরাপত্তায় ঘেরা ফোর্ট টিউনা কমপ্লেক্সে নিজেদের বাসভবনে ঘুমিয়ে ছিলেন মাদুরো ও ফ্লোরেস। সেই সময়ই মার্কিন কমান্ডোরা বাড়িতে ঢুকে তাঁদের শয়নকক্ষ থেকে টেনে বের করে নিয়ে যায়। অভিযানটি পরিচালনা করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স, সহায়তায় ছিল এফবিআই। গোটা অভিযান আধঘণ্টারও কম সময়ে শেষ হয় বলে দাবি করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, অভিযানে কোনও মার্কিন সেনা নিহত হননি।
advertisement
অভিযান নিয়ে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদুরোকে তাঁর ভাষায় এক “দুর্গ” থেকেই সরিয়ে আনা হয়েছে। ফক্স নিউজকে ফোনে ট্রাম্প বলেন, “ও ছিল একেবারে দুর্গে। আমাদের কারও মৃত্যু না হওয়াটা সত্যিই আশ্চর্যজনক।” তিনি আরও জানান, “দু’একজন আহত হয়েছিল, কিন্তু তারা ফিরে এসেছে এবং মোটামুটি ভাল অবস্থায় আছে।”
শনিবার ভোররাতে চালানো এই দ্রুত অভিযানের পর মাদুরো ও ফ্লোরেসকে ভেনেজুয়েলা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে তাঁদের বিরুদ্ধে নার্কো-সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
কারাকাসের বাসিন্দারা জানান, অভিযানের সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্তত সাতটি বিস্ফোরণ হয়, যা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি। ভেনেজুয়েলার উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ জানান, এই ঘটনায় সাধারণ নাগরিক ও সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হয়েছেন, যদিও সংখ্যার বিস্তারিত তিনি জানাননি।
ট্রাম্প আরও বলেন, অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ভেনেজুয়েলার শাসনভার নেওয়ার দায়িত্ব নেবে মার্কিন প্রশাসন এবং সেই রূপান্তর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
advertisement
রিপোর্টে বলা হয়েছে, এই অভিযানের আগে ট্রাম্প প্রশাসনের তরফে ভেনেজুয়েলার উপর কয়েক মাস ধরে চাপ বাড়ানো হয়েছিল। পাশাপাশি কয়েক সপ্তাহ ধরে নজরদারির মাধ্যমে মাদুরোর দৈনন্দিন অভ্যাস—যাতায়াত, খাবার এবং ঘুমের সময়সূচি—পর্যবেক্ষণ করা হচ্ছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
Jan 04, 2026 9:03 AM IST








