Mustafizur Rahman : এই না হলে বাংলাদেশ! মুস্তাফিজুরকে IPL থেকে ছেঁটে ফেলতেই হুমকি ওপার বাংলার, বেরিয়ে এল দাঁত-নখ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mustafizur Rahman : নজরুল দাবি করেছেন, ভারত উগ্র জাতীয়তাবাদের কাছে মাথা নুইয়ে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিয়েছে। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি। তবে দুই দেশের সম্পর্কে এই অবনতির জন্য ভারত দায়ি নয়। দায়ি বাংলাদেশের ভারতবিদ্বেষী ভাবনা। আর তাই ভারতীয়দের মধ্যেও এবার বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে আইপিএলে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কেকেআর। আর তার পর থেকে মুস্তাফিজুরকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে।
advertisement
এবার মুস্তাফিজুরকে বাদ দিতেই. ভারতকে পাল্টা চাপ বাংলাদেশের। মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে দেওয়া না হলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না, সাফ জানিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার কথাও নাকি ভাবতে শুরু করেছে বাংলাদেশ।
advertisement
বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “ক্রীড়া মন্ত্রণকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি, বাংলাদেশের ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যদি ভারতে খেলতে না পারে, তা হলে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ বলে মনে করতে পারে না।”
advertisement
advertisement
নজরুল দাবি করেছেন, ভারত উগ্র জাতীয়তাবাদের কাছে মাথা নুইয়ে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিয়েছে। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম‍্যাচ খেলবে বাংলাদেশ। তার মধ‍্যে তিনটি ম‍্যাচ কলকাতার ইডেনে। বিশ্বকাপের প্রথম দিনই ইডেনে বাংলাদেশের খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বাংলাদেশের চার নম্বর ম‍্যাচটি মুম্বইয়ে।
advertisement








